আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি কর্মসূচির চাল কার্ডধারীরা পাওয়ার পর তা স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৪ বস্তা চাল জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সান্তাহার পৌর শহরের পুরাতন বাজারের চাল পট্টিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মহিলা ও শিশু দপ্তরের বরাদ্দ করা ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের অধীনে হতদরিদ্র নারীদের মাঝে আজ জনপ্রতি ৩০ কেজির এক বস্তা করে চাল বিতরণ করছিল সান্তাহার ইউনিয়ন পরিষদ। সান্তাহার পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি কার্ডধারী নারীরা চাল নিয়ে পাশে থাকা দৈনিক বাজারের চাল পট্টিতে গিয়ে তা বিক্রি করছিলেন।
ঘটনাটি গোপন সূত্রে জানতে পেরে আজ দুপুরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এ সময় কামাল হোসেন ও জনৈক ছুনুর দোকান ঘরের বারান্দা থেকে খাদ্য অধিদপ্তরের প্রতীক ও স্লোগান লেখা ৩০ কেজি ওজনের ৭৪ বস্তা চাল জব্দ করা হয়।
পাশাপাশি সরকারি চাল কর্মসূচির চাল কেনার দায়ে বাজারের চাল ব্যবসায়ী কামাল হোসেন ও ওয়াহেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর আসামি ছুনু কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি কর্মসূচির চাল কার্ডধারীরা পাওয়ার পর তা স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৪ বস্তা চাল জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সান্তাহার পৌর শহরের পুরাতন বাজারের চাল পট্টিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মহিলা ও শিশু দপ্তরের বরাদ্দ করা ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের অধীনে হতদরিদ্র নারীদের মাঝে আজ জনপ্রতি ৩০ কেজির এক বস্তা করে চাল বিতরণ করছিল সান্তাহার ইউনিয়ন পরিষদ। সান্তাহার পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি কার্ডধারী নারীরা চাল নিয়ে পাশে থাকা দৈনিক বাজারের চাল পট্টিতে গিয়ে তা বিক্রি করছিলেন।
ঘটনাটি গোপন সূত্রে জানতে পেরে আজ দুপুরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এ সময় কামাল হোসেন ও জনৈক ছুনুর দোকান ঘরের বারান্দা থেকে খাদ্য অধিদপ্তরের প্রতীক ও স্লোগান লেখা ৩০ কেজি ওজনের ৭৪ বস্তা চাল জব্দ করা হয়।
পাশাপাশি সরকারি চাল কর্মসূচির চাল কেনার দায়ে বাজারের চাল ব্যবসায়ী কামাল হোসেন ও ওয়াহেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর আসামি ছুনু কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায়।
৬ মিনিট আগে১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরের তাদের এই জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্র–জনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।
৩০ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না।
৪০ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস বলেছে, এক বছর আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিলেন ন্যায়সংগত ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে। ইইউ তাঁদের সহনশীলতা ও সাহসিকতাকে সম্মান জানায়। ইইউ শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপের মাধ্যমে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে
৪৩ মিনিট আগে