Ajker Patrika

নাটোরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রমিক

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৫৬
নাটোরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রমিক

নাটোরের সিংড়ায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন গাছ কাটা শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের রহিম আলী (৫০), একই গ্রামের মো. বিদ্যুৎ (৪৫) এবং উপজেলার ইটালী ইউনিয়নের নজরপুর গ্রামের কাঁচু মিয়া (৪৬)। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে গাছ কাটতে পাঁচজন শ্রমিক ভ্যানে করে চৌগ্রামে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক রহিম আলী। এ সময় আরও চারজন আহত হন। পরে বেলা আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. বিদ্যুৎ ও কাঁচু মিয়া মারা যান। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় চালক বা কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত