Ajker Patrika

প্রতিবেশী গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২২, ১১: ৪৮
প্রতিবেশী গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার 

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশী গৃহবধূকে (৩০) যৌন নিপীড়নের অভিযোগে আইনুল হক (৪৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে এদিন সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার আইনুল হক গাড়াদহ গ্রামের আসানের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

এ বিষয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিবেশী এক গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে শিক্ষক আইনুলকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত