Ajker Patrika

ভাঙ্গুড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ওসমান গনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভেড়ামারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা পূর্বপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ওসমান তার দাদা আব্দুল আজিজ প্রামানিকের সঙ্গে ভেড়ামারা বাজারে যাচ্ছিল। আব্দুল আজিজ সড়কের দক্ষিণ পাশে থাকায় শিশুটি দাদার কাছে যেতে রাস্তা পার হচ্ছিল। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সিএনজির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে গাড়ি ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার প্রেক্ষিতে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কটি অবরোধ করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত