Ajker Patrika

অটোরিকশা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৯: ১৭
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে সুব্রত কুমার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার প্রধান সড়কের জিগরী-কাকফো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর এলাকায়।

স্থানীয় ও স্বজনেরা জানান, পেশায় তিনি স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মচারী। ব্যক্তিগত কাজে মঙ্গলবার সকালে তিনি অটোরিকশা সামনে বসে জেলা শহর নাটোরে যাচ্ছিলেন। জিগরী-কাকফো এলাকার অটোরিকশাটি পৌঁছালে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাঁকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালের দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে রাজশাহীর স্থানীয় থানা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত