প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরের পদ্মার চরাঞ্চল বন্যায় ডুবে যাওয়ায় কয়েক হাজার গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। চরম খাদ্য সংকট, চিকিৎসা ও বাসস্থান সমস্যায় ডাঙায় আশ্রয় নিয়েছে মহিষের পাল।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নের চরাঞ্চলের প্রায় আড়াই শতাধিক খামারির ৪ হাজারের বেশি মহিষ রয়েছে। বন্যার কারণে এসব মহিষ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। খামারিদের বাঁচাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হিমশিম খাচ্ছেন বলে জানান সূত্র।
খামারি কামাল উদ্দিন জানান, তাঁর খামারে ৪৫টি মহিষ রয়েছে। পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল মহিষ চারণের একমাত্র জায়গা। বন্যায় পদ্মার চর ডুবে যাওয়ায় মহিষের খাদ্যের অভাব দেখা দিয়েছে। বর্তমানে মহিষের খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন খামারিরা।
খামারি কামরুল ইসলাম বলেন, বন্যায় সব ডুবে যাওয়ায় আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। গবাদিপশুর খাবারেরও সংকট দেখা দিয়েছে।
ভেটেরিনারি সার্জন মো. নূরুল ইসলাম বলেন, বন্যাজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মহিষ পালনে খামারিদের বিভিন্ন পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমারী খাতুন বলেন, স্বাস্থ্যসেবায় খামারের মহিষকে টিকার আওতায় আনা হবে। গবাদিপশুর খাদ্য সংকটে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
নাটোরের লালপুরের পদ্মার চরাঞ্চল বন্যায় ডুবে যাওয়ায় কয়েক হাজার গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। চরম খাদ্য সংকট, চিকিৎসা ও বাসস্থান সমস্যায় ডাঙায় আশ্রয় নিয়েছে মহিষের পাল।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নের চরাঞ্চলের প্রায় আড়াই শতাধিক খামারির ৪ হাজারের বেশি মহিষ রয়েছে। বন্যার কারণে এসব মহিষ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। খামারিদের বাঁচাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হিমশিম খাচ্ছেন বলে জানান সূত্র।
খামারি কামাল উদ্দিন জানান, তাঁর খামারে ৪৫টি মহিষ রয়েছে। পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল মহিষ চারণের একমাত্র জায়গা। বন্যায় পদ্মার চর ডুবে যাওয়ায় মহিষের খাদ্যের অভাব দেখা দিয়েছে। বর্তমানে মহিষের খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন খামারিরা।
খামারি কামরুল ইসলাম বলেন, বন্যায় সব ডুবে যাওয়ায় আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। গবাদিপশুর খাবারেরও সংকট দেখা দিয়েছে।
ভেটেরিনারি সার্জন মো. নূরুল ইসলাম বলেন, বন্যাজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মহিষ পালনে খামারিদের বিভিন্ন পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমারী খাতুন বলেন, স্বাস্থ্যসেবায় খামারের মহিষকে টিকার আওতায় আনা হবে। গবাদিপশুর খাদ্য সংকটে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) জায়গা থেকে আওয়ামী লীগের কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
১২ মিনিট আগেফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)।
১৫ মিনিট আগেমৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশুসহ আরও ৩০ জনকে পুশ ইন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন এবং বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গানদাইল সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করে। এ সময় বিজিবি তাঁদের আটক
২৩ মিনিট আগে