ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)। তিনি উত্তর যশপুর গ্রামের বাসিন্দা মুন্সী আবুল খায়েরের ছেলে।
ফেনী-৪ বিজিবির অধীন যশপুর বিওপির ক্যাম্প কমান্ডার শাহাজাহান বলেন, জয়নাল আবেদীন ২০ দিন ধরে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি হোয়াটসঅ্যাপে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি সদস্যদের ফোন করতেন। নিজেকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ মালপত্র আসছে, এমন ভুয়া তথ্য দিয়ে বিজিবিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন।
বিজিবির এ কর্মকর্তার দাবি, মোবাইলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জয়নাল চোরাকারবারিদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসার সুবিধা করে দিচ্ছিলেন। বিজিবির সন্দেহ হলে তাঁকে নজরদারিতে রাখা হয় এবং পরে অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
এ বিষয়ে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তির ভুয়া পরিচয়ে নানা হয়রানিমূলক তৎপরতা ও চোরাচালান-সংশ্লিষ্টতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাঁকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)। তিনি উত্তর যশপুর গ্রামের বাসিন্দা মুন্সী আবুল খায়েরের ছেলে।
ফেনী-৪ বিজিবির অধীন যশপুর বিওপির ক্যাম্প কমান্ডার শাহাজাহান বলেন, জয়নাল আবেদীন ২০ দিন ধরে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি হোয়াটসঅ্যাপে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি সদস্যদের ফোন করতেন। নিজেকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ মালপত্র আসছে, এমন ভুয়া তথ্য দিয়ে বিজিবিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন।
বিজিবির এ কর্মকর্তার দাবি, মোবাইলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জয়নাল চোরাকারবারিদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসার সুবিধা করে দিচ্ছিলেন। বিজিবির সন্দেহ হলে তাঁকে নজরদারিতে রাখা হয় এবং পরে অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
এ বিষয়ে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তির ভুয়া পরিচয়ে নানা হয়রানিমূলক তৎপরতা ও চোরাচালান-সংশ্লিষ্টতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাঁকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে