Ajker Patrika

ফেনীতে বিজিবির হাতে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

ফেনী প্রতিনিধি
গ্রেপ্তার ভুয়া এনএসআই–এর কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার ভুয়া এনএসআই–এর কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)। তিনি উত্তর যশপুর গ্রামের বাসিন্দা মুন্সী আবুল খায়েরের ছেলে।

ফেনী-৪ বিজিবির অধীন যশপুর বিওপির ক্যাম্প কমান্ডার শাহাজাহান বলেন, জয়নাল আবেদীন ২০ দিন ধরে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি হোয়াটসঅ্যাপে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি সদস্যদের ফোন করতেন। নিজেকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ মালপত্র আসছে, এমন ভুয়া তথ্য দিয়ে বিজিবিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন।

বিজিবির এ কর্মকর্তার দাবি, মোবাইলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জয়নাল চোরাকারবারিদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসার সুবিধা করে দিচ্ছিলেন। বিজিবির সন্দেহ হলে তাঁকে নজরদারিতে রাখা হয় এবং পরে অবস্থান শনাক্ত করে আটক করা হয়।

এ বিষয়ে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তির ভুয়া পরিচয়ে নানা হয়রানিমূলক তৎপরতা ও চোরাচালান-সংশ্লিষ্টতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাঁকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত