Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ৬ গরুসহ রাখাল নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৪, ১২: ৩৮
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ৬ গরুসহ রাখাল নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুর পালে পাথরভর্তি ট্রাক উঠে পড়লে এরফান আলী (৫৫) নামের এক গরুর রাখাল নিহত হন। এ সময় ছয়টি গরুও মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের নিচুধুমি এলাকায় এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের চাঁপাইনবাবগঞ্জের লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকায় কয়েক শ গরুর একটি পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন এরফান আলী। সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে গরুর পালে উঠে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় ৬টি গরু। এ সময় এরফান আলীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে থাকা মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত