Ajker Patrika

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে করা শোকজের জবাব দিয়েছেন। আজ শুক্রবার তিনি সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে লিখিত বক্তব্য প্রদান করেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে সশরীরে উপস্থিত হয়ে সৈয়দ নজরুল ইসলাম তার লিখিত বক্তব্য দাখিল করেছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটি তা তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করবে।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, গত ২ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত