Ajker Patrika

দুপচাঁচিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে দুপচাঁচিয়ার আলতাবনগর রেল স্টেশনের পশ্চিমপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে আলতাবনগর রেল স্টেশনের পশ্চিমপাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, চলন্ত ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজা-উদ-দৌলা সরকার বলেন, নিহতের পরনের পোশাক ও চেহারা দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। শরীরে আঘাতের ধরন দেখে মনে হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। 

এসআই আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত