Ajker Patrika

নাটোরে ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বিজিবি সদস্যসহ ২ জন নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৯: ৪১
নাটোরে ট্রাক–অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষ, বিজিবি সদস্যসহ ২ জন নিহত

নাটোরের নলডাঙ্গায় ট্রাক–সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বিজিবি সদস্য মোক্তাদুল আলম (৪০)। তিনি মাগুরা জেলার বাসিন্দা। অপরজন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক খুলিলুর রহমান (৬৫)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। আহতরা হলেন নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী রুনা বেগম (৪৫) এবং অটোরিকশাচালক ও অপর এক যাত্রী। তাদের নাম–পরিচয় জানা যায়নি। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ তিনজন যাত্রী। এ ঘটনার পর ট্রাকচালক ও চালকের সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছে। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে।’ 

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বিকেলে নাটোর আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে নলডাঙ্গা থেকে নাটোরমুখী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। 

অটোরিকশা যাত্রী কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক খুলিলুর রহমান ঘটনাস্থলে এবং বিজিবি সদস্য মোক্তাদুল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আহত হয়েছেন নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী রুনা বেগমসহ সিএনজি অটোরিকশাচালকসহ অপর এক যাত্রী। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। নিহত সাবেক ব্যাংক কর্মকর্তা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি নাটোর মল্লিকহাটি যাচ্ছিলেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত