Ajker Patrika

নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক তার থেকে পড়ে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক তার থেকে পড়ে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারে ঝুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার কসবা ইউনিয়নের কালইর দীঘিপাড়ার মাসুদ রানার ছেলে সজীব (১০) ও একই এলাকার মিঠুর মেয়ে লামিয়া (৯)। 

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকাল থেকে নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটিতে তার ঝোলানোর কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় শিশু সজীব ও লামিয়া সেই বৈদ্যুতিক তার ধরে খেলতে থাকে। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকেরা লক্ষ করে এবং শিশু দুটিকে সরে যেতে বলে। পরে আবারও শিশু দুটি তার ধরে ঝুলতে থাকে। কিন্তু শ্রমিকেরা কিছুটা দূরে কাজ করায় পরে তাঁরা আর খেয়াল করেননি। এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার যখন বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা শুরু হয়, তখন হঠাৎ করেই ঝোলানো তার ওপরের দিকে উঠে যায় এবং তারা শূন্যে ঝুলতে থাকে। অনেক বেশি ওপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে যায় এবং নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব। লামিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সেও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত