Ajker Patrika

মা-ছেলের একসঙ্গে এসএসসি পাস

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৫: ৫২
মা-ছেলের একসঙ্গে এসএসসি পাস

পাবনার ভাঙ্গুড়ায় মা মন্জুয়ারা খাতুন ও ছেলে মেহেদী হাসান একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করেছেন। মা মন্জুয়ারা কারিগরি বোর্ডের অধীনে তাড়াশ শামীমা জাফর মৎস্য ইনস্টিটিউট থেকে এবং ছেলে উপজেলার খানমরিচ বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। 

গতকাল সোমবার দুপুরে প্রকাশিত ফলাফলে জানা গেছে, পরীক্ষায় মা মন্জুয়ারা পেয়েছেন জিপিএ-৪.৮৯ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ-৪.৯৩।

ছেলের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পেরে ভীষণ খুশি মা মন্জুয়ারা খাতুন। তিনি বলেন, ‘দুই সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলছি। বড় মেয়ে এখন কলেজে পড়ে। অথচ নিজে মাধ্যমিক পাসও করিনি। সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে পড়াশোনার প্রতি এমন টান অনুভব করি। তাই দুই সন্তানের মা হয়েও ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় দিই।’ 

এ জন্য তিনি স্বামী আব্দুর রহিমের সহযোগিতার কথা উল্লেখ করে জানান, অটোভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি স্ত্রী ও সন্তানদের পড়াশোনার খরচ জোগান দিচ্ছেন তাঁর স্বামী। মন্জুয়ারার ইচ্ছে ছেলের সঙ্গেই পড়াশোনা চালিয়ে যাবেন। 

মন্জুয়ারার স্বামী আব্দুর রহিম বলেন, ‘স্ত্রী ও ছেলে একসঙ্গে এসএসসি পাস করায় আমি ভীষণ খুশি। পাসের খবর পেয়েই সবাইকে মিষ্টি খাইয়েছি। আমার ইচ্ছা ছেলে-মেয়ের সঙ্গে স্ত্রীর পড়াশোনাও চালিয়ে নিয়ে যাওয়া।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত