Ajker Patrika

জীবন বাঁচাতে পুলিশের অক্সিজেন–সেবা

ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১২: ০০
জীবন বাঁচাতে পুলিশের অক্সিজেন–সেবা

নাটোরের লালপুরে ফোন করলেই মিলছে অক্সিজেন–সেবা। ২৪ ঘণ্টা রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। জীবন বাঁচাতে কাজ করছে নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক সেবা।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক বলেন, শুক্রবার (১৬ জুলাই) রাতে হেল্প লাইনে ফোন পায় পুলিশ। উপজেলার কেশবপুর উত্তরপাড়া গ্রামের মো. ইলিয়াস আলীর জন্য রাতেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, হেল্প লাইনে ০১৩২০১২৪৫০২ ফোন করলেই পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা পিপিএমের নির্দেশনায় মানবসেবায় কাজ করে যাচ্ছে পুলিশ বিভাগ।

উল্লেখ্য, গত ২৩ জুন নাটোরে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। প্রাণ অ্যাগ্রো লিমিটেড, পাকিজা গ্রুপ ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরীর সহযোগিতায় এই অক্সিজেন ব্যাংক চালু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত