প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)
গত বছরের বন্যায় হওয়া ফসলের ক্ষতি পুষিয়ে নিতে আশায় বুক বেঁধে রোপা আমনের চাষ করছিলেন কাজীপুরের কৃষকেরা। সময়মতো বৃষ্টি আর সঠিক পরিচর্যায় খুব দ্রুতই ধানের চারা বেড়েও উঠেছিল। অনেক খেতে নিড়ানি ও সার ছিটানো হয়েছিল। কিন্তু সম্প্রতি যমুনার ভয়াবহ তাণ্ডবে এবারও চরম ক্ষতির শিকার হয়েছেন তাঁরা। কয়েক দিন আগেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনার পানি অত্যধিক বৃদ্ধি পেয়েছিল। এতে সিরাজগঞ্জের কাজীপুরে রোপা আমনের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সোয়া ২০ কোটি টাকা। এই ক্ষতির শিকার হয়েছেন উপজেলার ১৩ হাজার ৩৭১ জন কৃষক।
কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চলে অবস্থিত ৬ ইউনিয়নসহ ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০ হাজার কৃষক ১১ হাজার ৪৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করেছিলেন। এর মধ্যে রয়েছে হাইব্রিড জাতের ২০ হেক্টর, উফশী জাতের ৯ হাজার ৫০০ হেক্টর এবং স্থানীয় জাতের ১ হাজার ৯৪৫ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৯ হাজার ৭৪৭ টন। এতে হাইব্রিড জাতের ৭৮ টন, উফশী ২৬ হাজার ৭৯০ টন এবং স্থানীয় জাতের ২ হাজার ৮৭৯ টন ধরা হয়েছিল। রোপা আমন বীজতলার ক্ষতি হয়েছে ৩০ হেক্টর, রোপা আমন ২ হাজার ৫২০ হেক্টর, শাকসবজি ১৫ হেক্টর ও কলার খেত ৩ হেক্টর।
চরগিরিশমের কৃষক আব্দুল বারিক বলেন, `এবার তিন বিঘা জমিতে ধানের চারা লাগিয়েছিলাম। চারা বড়ও হয়েছিল। নিড়ানি ও সার দেওয়া শুরু করেছি। এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় আমার খেত। সব ফসল নষ্ট হয়ে গেছে।'
মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ির কৃষক বক্কার শেখ বলেন, দুই বিঘার ধান সব নষ্ট হয়ে গেছে। গতবারের ক্ষতি পুষিয়ে উঠতে এবারও ধানের চারা লাগিয়েছিলাম। কিন্তু সেই ক্ষতি এবারও হলো। ভাবছি সেখানে মাষকলাইয়ের চাষ করব।
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, চরাঞ্চলের কৃষকেরাই এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। অনেকের আগাম লাগানো আধা পাকা ধানও পানিতে নিমজ্জিত হওয়ায় তা নষ্ট হয়ে গেছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে মাষকলাইয়ের বীজ বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে সাড়ে ৯০০ কৃষক সরকারি এই প্রণোদনা পাবেন। তাঁদের মাষকলাই ও সরিষা চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।
গত বছরের বন্যায় হওয়া ফসলের ক্ষতি পুষিয়ে নিতে আশায় বুক বেঁধে রোপা আমনের চাষ করছিলেন কাজীপুরের কৃষকেরা। সময়মতো বৃষ্টি আর সঠিক পরিচর্যায় খুব দ্রুতই ধানের চারা বেড়েও উঠেছিল। অনেক খেতে নিড়ানি ও সার ছিটানো হয়েছিল। কিন্তু সম্প্রতি যমুনার ভয়াবহ তাণ্ডবে এবারও চরম ক্ষতির শিকার হয়েছেন তাঁরা। কয়েক দিন আগেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনার পানি অত্যধিক বৃদ্ধি পেয়েছিল। এতে সিরাজগঞ্জের কাজীপুরে রোপা আমনের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সোয়া ২০ কোটি টাকা। এই ক্ষতির শিকার হয়েছেন উপজেলার ১৩ হাজার ৩৭১ জন কৃষক।
কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চলে অবস্থিত ৬ ইউনিয়নসহ ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০ হাজার কৃষক ১১ হাজার ৪৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করেছিলেন। এর মধ্যে রয়েছে হাইব্রিড জাতের ২০ হেক্টর, উফশী জাতের ৯ হাজার ৫০০ হেক্টর এবং স্থানীয় জাতের ১ হাজার ৯৪৫ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৯ হাজার ৭৪৭ টন। এতে হাইব্রিড জাতের ৭৮ টন, উফশী ২৬ হাজার ৭৯০ টন এবং স্থানীয় জাতের ২ হাজার ৮৭৯ টন ধরা হয়েছিল। রোপা আমন বীজতলার ক্ষতি হয়েছে ৩০ হেক্টর, রোপা আমন ২ হাজার ৫২০ হেক্টর, শাকসবজি ১৫ হেক্টর ও কলার খেত ৩ হেক্টর।
চরগিরিশমের কৃষক আব্দুল বারিক বলেন, `এবার তিন বিঘা জমিতে ধানের চারা লাগিয়েছিলাম। চারা বড়ও হয়েছিল। নিড়ানি ও সার দেওয়া শুরু করেছি। এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় আমার খেত। সব ফসল নষ্ট হয়ে গেছে।'
মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ির কৃষক বক্কার শেখ বলেন, দুই বিঘার ধান সব নষ্ট হয়ে গেছে। গতবারের ক্ষতি পুষিয়ে উঠতে এবারও ধানের চারা লাগিয়েছিলাম। কিন্তু সেই ক্ষতি এবারও হলো। ভাবছি সেখানে মাষকলাইয়ের চাষ করব।
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, চরাঞ্চলের কৃষকেরাই এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। অনেকের আগাম লাগানো আধা পাকা ধানও পানিতে নিমজ্জিত হওয়ায় তা নষ্ট হয়ে গেছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে মাষকলাইয়ের বীজ বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে সাড়ে ৯০০ কৃষক সরকারি এই প্রণোদনা পাবেন। তাঁদের মাষকলাই ও সরিষা চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে