Ajker Patrika

নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ 

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১০: ০৭
নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ 

নাটোরের সিংড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন-চারজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইতালি ইউনিয়নের কুমগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। জগদীশ একই গ্রামের সুরেশ্বর কুমারের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১০টার কিছু পরে কুমগ্রাম বাজারের আব্দুর রাজ্জাকের তালাবদ্ধ দোকানঘরে আগুন লাগে। এ সময় সবার সঙ্গে জগদীশ আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নেভানোর একপর্যায়ে বিকট শব্দে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই জগদীশের মৃত্যু হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়এদিকে আগুন থেকে বাজারের আরও চারটি দোকানে আগুনের সূত্রপাত হয়। গ্রামবাসী খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত সাড়ে ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ইটালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত একজনের মরদেহ পাওয়া গেছে। তিন-চারজন এখন পর্যন্ত আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটল তা ফায়ার সার্ভিসের কর্মীরা পরে জানাবেন। আপাতত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার একই সময়ে নাটোরের বড়াইগ্রামে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ছেলেসহ এক মা নিহত হন। চব্বিশ ঘণ্টা না পেরোতেই এবার সিংড়ায় একই ঘটনা ঘটল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত