নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন-চারজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইতালি ইউনিয়নের কুমগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। জগদীশ একই গ্রামের সুরেশ্বর কুমারের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১০টার কিছু পরে কুমগ্রাম বাজারের আব্দুর রাজ্জাকের তালাবদ্ধ দোকানঘরে আগুন লাগে। এ সময় সবার সঙ্গে জগদীশ আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নেভানোর একপর্যায়ে বিকট শব্দে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই জগদীশের মৃত্যু হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
এদিকে আগুন থেকে বাজারের আরও চারটি দোকানে আগুনের সূত্রপাত হয়। গ্রামবাসী খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত সাড়ে ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ইটালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত একজনের মরদেহ পাওয়া গেছে। তিন-চারজন এখন পর্যন্ত আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটল তা ফায়ার সার্ভিসের কর্মীরা পরে জানাবেন। আপাতত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।’
উল্লেখ্য, গত মঙ্গলবার একই সময়ে নাটোরের বড়াইগ্রামে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ছেলেসহ এক মা নিহত হন। চব্বিশ ঘণ্টা না পেরোতেই এবার সিংড়ায় একই ঘটনা ঘটল।
নাটোরের সিংড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন-চারজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইতালি ইউনিয়নের কুমগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। জগদীশ একই গ্রামের সুরেশ্বর কুমারের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১০টার কিছু পরে কুমগ্রাম বাজারের আব্দুর রাজ্জাকের তালাবদ্ধ দোকানঘরে আগুন লাগে। এ সময় সবার সঙ্গে জগদীশ আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নেভানোর একপর্যায়ে বিকট শব্দে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই জগদীশের মৃত্যু হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
এদিকে আগুন থেকে বাজারের আরও চারটি দোকানে আগুনের সূত্রপাত হয়। গ্রামবাসী খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত সাড়ে ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ইটালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত একজনের মরদেহ পাওয়া গেছে। তিন-চারজন এখন পর্যন্ত আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটল তা ফায়ার সার্ভিসের কর্মীরা পরে জানাবেন। আপাতত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।’
উল্লেখ্য, গত মঙ্গলবার একই সময়ে নাটোরের বড়াইগ্রামে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ছেলেসহ এক মা নিহত হন। চব্বিশ ঘণ্টা না পেরোতেই এবার সিংড়ায় একই ঘটনা ঘটল।
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
২৯ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগেআজ ৩ ফেব্রুয়ারি, সোমবার সারাদিনে ঘটে যাওয়া আলোচিত ১০টি খবরের মধ্যে রয়েছে—তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের প্রস্তুতি, সামান্থার নতুন প্রেম, আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে বাড়িঘর লুটপাট, গণঅভ্যুত্থান নিয়ে সাবেক সেনাপ্রধানের বিশ্
১ ঘণ্টা আগেচট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে