Ajker Patrika

বগুড়ায় বৈদ্যুতিক পাখায় হাত বিচ্ছিন্ন হয়ে নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বৈদ্যুতিক পাখায় হাত বিচ্ছিন্ন হয়ে নারীর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়া ধান পরিষ্কার করার সময় বৈদ্যুতিক পাখায় হাত বিচ্ছিন্ন হয়ে রওশন আরা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে তাঁর তার বাড়িতে এই ঘটনা ঘটে। 

রওশন আরা দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পালোপুড়ি গ্রামের দেলোয়ার হোসেনর স্ত্রী। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, রওশন আরা দুপুর ১টার দিকে বাড়িতে বৈদ্যুতিক পাখার সামনে কুলায় ধান নিয়ে উড়িয়ে তা পরিষ্কার করছিলেন। অসাবধানতাবশত তাঁর বাম হাত বৈদ্যুতিক পাখার সঙ্গে লেগে কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত