Ajker Patrika

১০০০ দুস্থ পেল শীতবস্ত্র ও ফ্রি চিকিৎসা

নওগাঁ প্রতিনিধি
১০০০ দুস্থ পেল শীতবস্ত্র ও ফ্রি চিকিৎসা

নওগাঁর ধামইরহাটে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিনা মূল্যে চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এটি আয়োজন করে উইমেন্স এম্পাওয়ারর্মেন্ট অর্গানাইজেশন, ইরান হুইল ক্লাব অব ঢাকা ওয়াসিস, প্রতিধ্বনি, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এবং ফেইথ বাংলাদেশ।

এ সময় ১ হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, বিনা মূল্যে চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও ওষুধ বিতরণ ছাড়াও স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং অকুপেনশনাল থেরাপিস্টের তত্ত্বাবধানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলা ও মানসিক বিকাশের সমস্যা আছে কিনা তা নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে উইমেন্স এম্পাওয়ারর্মেন্ট অর্গানাইজেশনের সভাপতি নাজমা মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরান হুইল ক্লাবের ডিসট্রিক্ট চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেনডেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্যক্রমের আহ্বায়ক ফেইথ বাংলাদেশ নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিধ্বনির সভাপতি সানজিদা ভূঁইয়া, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচারের সম্পাদক ফাহমিদা সুলতান, ইরান হুইল ক্লাব অব ঢাকা ওয়াসিসের প্রেসিডেন্ট শাহিদা হয়দার দীপ্তি।

আয়োজকেরা জানান, প্রায় এক যুগ ধরে সংগঠনগুলো প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষনপাড়া এলাকায় এসব কার্যক্রম হাতে নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত