বগুড়া প্রতিনিধি
পরপর পাঁচবার তালা ভেঙে খুলতে হয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ কার্যালয়। এবার কার্যালয় খোলার পর দরজাই উধাও হয়ে গেছে। জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক অনুসারীরা দরজা খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়।
এদিকে দরজা খুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে জেলার আশানুরূপ পদ না পাওয়া নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে সেখানে অবস্থান নিয়েছেন।
বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার ৪২ দিন পর আজ সোমবার অনুসারীদের নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। বিকেল ৫টার দিকে শহরের টেম্পল রোডে অবস্থিত কার্যালয়টির দরজা খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা–কর্মীরা বলছেন, আজ বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা–কর্মী জেলা ছাত্রলীগ কার্যালয়ে যান। এ সময় তাঁরা তালাবদ্ধ কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কার্যালয়ের সামনে টেম্পল রোডে অবস্থান নেন। পরে সভাপতি-সম্পাদকের অনুসারীরা গিয়ে ছাত্রলীগ কার্যালয়ের দরজা খুলে পাশের টাউন ক্লাবে রেখে দেন।
জেলা ছাত্রলীগের প্রত্যাশিত পদ না পাওয়া নেতা–কর্মীদের পক্ষে বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে কেউ না থাকার সুযোগে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দরজা ভেঙে ছাত্রলীগ অফিসে প্রবেশ করে। পরে তাদের সঙ্গে আসা কর্মীরা দরজা খুলে নিয়ে যায়।’
মাহফুজার আরও বলেন, ‘বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা ছাত্রলীগ অফিসে ঢুকতে দেওয়া হবে না। দরজা খুলে নেওয়া হয়েছে। প্রয়োজনে এখন ইট দিয়ে বন্ধ করে দেওয়া হবে।’
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন প্রত্যাশিত পদ না পাওয়া নেতা–কর্মীরা। একপর্যায়ে তাঁরা জেলা ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। কয়েক দিন পর সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপের নেতা–কর্মীরা তালা ভেঙে ফেলেন। সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যায় আন্দোলনরত নেতা–কর্মীরা আবার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এভাবে পাঁচ দফা তালা দেওয়া এবং ভাঙার পর আজ সোমবার দরজার কপাটই খুলে নিয়ে যাওয়া হলো। কার্যালয়ে যাতে আর তালা ঝুলানো সম্ভব না হয় সে উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে জানা গেছে।
দরজা খুলে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘দরজা কে বা কারা খুলে নিয়ে গেছে জানি না। আমাদের কোনো কর্মী দরজা খুলে নেয়নি। আমরা এখন থেকে প্রতিদিন অফিসে বসব।’
পরপর পাঁচবার তালা ভেঙে খুলতে হয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ কার্যালয়। এবার কার্যালয় খোলার পর দরজাই উধাও হয়ে গেছে। জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক অনুসারীরা দরজা খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়।
এদিকে দরজা খুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে জেলার আশানুরূপ পদ না পাওয়া নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে সেখানে অবস্থান নিয়েছেন।
বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার ৪২ দিন পর আজ সোমবার অনুসারীদের নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। বিকেল ৫টার দিকে শহরের টেম্পল রোডে অবস্থিত কার্যালয়টির দরজা খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা–কর্মীরা বলছেন, আজ বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা–কর্মী জেলা ছাত্রলীগ কার্যালয়ে যান। এ সময় তাঁরা তালাবদ্ধ কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কার্যালয়ের সামনে টেম্পল রোডে অবস্থান নেন। পরে সভাপতি-সম্পাদকের অনুসারীরা গিয়ে ছাত্রলীগ কার্যালয়ের দরজা খুলে পাশের টাউন ক্লাবে রেখে দেন।
জেলা ছাত্রলীগের প্রত্যাশিত পদ না পাওয়া নেতা–কর্মীদের পক্ষে বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে কেউ না থাকার সুযোগে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দরজা ভেঙে ছাত্রলীগ অফিসে প্রবেশ করে। পরে তাদের সঙ্গে আসা কর্মীরা দরজা খুলে নিয়ে যায়।’
মাহফুজার আরও বলেন, ‘বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা ছাত্রলীগ অফিসে ঢুকতে দেওয়া হবে না। দরজা খুলে নেওয়া হয়েছে। প্রয়োজনে এখন ইট দিয়ে বন্ধ করে দেওয়া হবে।’
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন প্রত্যাশিত পদ না পাওয়া নেতা–কর্মীরা। একপর্যায়ে তাঁরা জেলা ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। কয়েক দিন পর সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপের নেতা–কর্মীরা তালা ভেঙে ফেলেন। সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যায় আন্দোলনরত নেতা–কর্মীরা আবার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এভাবে পাঁচ দফা তালা দেওয়া এবং ভাঙার পর আজ সোমবার দরজার কপাটই খুলে নিয়ে যাওয়া হলো। কার্যালয়ে যাতে আর তালা ঝুলানো সম্ভব না হয় সে উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে জানা গেছে।
দরজা খুলে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘দরজা কে বা কারা খুলে নিয়ে গেছে জানি না। আমাদের কোনো কর্মী দরজা খুলে নেয়নি। আমরা এখন থেকে প্রতিদিন অফিসে বসব।’
নেপাল ও ভুটানের আগ্রহে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্য তোড়জোড় শুরু হয়েছিল ছয় বছর আগে। এ জন্য ৯১২ একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়, দেওয়া হয় ৪ ধারার নোটিশও। তবে ছয় বছরে সেই কাজ আর এগোয়নি। এতে বিপাকে পড়েছেন জমির মালিকেরা।
২ ঘণ্টা আগেদিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা।
২ ঘণ্টা আগেজামালপুরের সরিষাবাড়ীর মানুষের কাছে প্রিয় বাহন ট্রেন। যাত্রী চাহিদার কারণে ঢাকা থেকে এই উপজেলায় তিনটি আন্তনগর ট্রেন চলে। কিন্তু বিলম্ব, ট্রেনের সূচি সুবিধাজনক না হওয়া এবং ক্রসিংয়ের কারণে জায়গায় জায়গায় অনাকাঙ্ক্ষিত বিরতি ও ট্রেনের ধীরগতির কারণে দুর্ভোগ এখন যাত্রীদের নিত্যসঙ্গী।
৩ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি সিসি সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামে ওই সড়কটিতে ঢালাই দেওয়া হয়। পরদিন গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে সিমেন্ট ধুয়ে খোয়াগুলো বেরিয়ে রয়েছে। একটুতেই তা উঠে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে