Ajker Patrika

রাজশাহীতে হঠাৎ বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১১ মার্চ ২০২৩, ২০: ০৭
রাজশাহীতে হঠাৎ বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ

রাজশাহীর গাছে গাছে আমের মুকুল। কোনো কোনো গাছে মটরদানার মতো গুটি বেঁধেছে ছোট ছোট আম। গুটি ঝরেপড়া রোধে গাছের গোড়ায় পানি দিয়ে যাচ্ছেন চাষিরা। এ অবস্থায় আজ শনিবার দুপুরে রাজশাহীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি উপকার করেছে আমের।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার রাত থেকেই রাজশাহীর আকাশ মেঘলা ছিল। রাতেই ওই মেঘ কেটে গিয়ে সকালে ঝলমলে রোদ ওঠে। তবে দুপুর ১২টার দিকে আবার আকাশ মেঘলা হয়ে ওঠে। এরপর দুপুর দেড়টার দিকে শুরু হয় হঠাৎ বৃষ্টি।

দেবল কুমার মৈত্র আরও বলেন, বৃষ্টি খুব বেশি সময় হয়নি। এই সময়ের মধ্যে তারা ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এটি স্থানীয় বৃষ্টিপাত। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ১৫ মার্চ থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

রাজশাহীতে বছরের প্রথম বৃষ্টি। ছবিটি নগরী সাহেব বাজার এলাকা থেকে তোলাএদিকে আজ শনিবার এ বছরের প্রথম বৃষ্টির পর রাজশাহীর পথঘাট ধুলামুক্ত হয়। গাছের পাতার ওপরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। গাছপালা সবুজ হয়ে ওঠে। বৃষ্টির পর আবার সূর্য ওঠে। এই কারণে আমের উপকার হয়েছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক মোজদার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি খুব বেশি হয়নি। কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে তাও বলা যাচ্ছে না। তবে শহরে যতটুকু বৃষ্টি হয়েছে তা আমের ক্ষতি করবে না; বরং উপকার হবে। বৃষ্টির পর রোদ উঠে যাওয়ায় ভালো হয়েছে। বৃষ্টির পানির স্পর্শে আমগুলো দ্রুত বেড়ে উঠবে। কিন্তু বৃষ্টির পর রোদ না উঠে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পোকামাকড়ের উপদ্রব বাড়ার আশঙ্কা ছিল। সে রকম কিছু হয়নি।’ 

কৃষি বিভাগের হিসাবে, রাজশাহীতে এবার ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমবাগান আছে। এসব বাগান থেকে ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা আছে। গাছে গাছে প্রচুর মুকুল আসার কারণে লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত