Ajker Patrika

গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫: ৪৩
গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি (পাওয়ার টিলার) খাদে পড়ে রাব্বানী (১৬) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রহনপুরের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলির চালকসহ দুজন আহত হন। নিহত রাব্বানী উপজেলার রহনপুর ইউনিয়নের কলকলিয়া গ্রামের কবির হোসেনের ছেলে।

আহতরা হলেন ট্রলির চালক মামলত ও শ্রমিক হামিদুর।

স্থানীয়রা বলেন, আজ সকালে ইটভর্তি ট্রলি নিয়ে কলকলিয়া গ্রামে ফিরছিলেন তাঁরা। পথে ইসলামনগর এলাকায় পৌঁছালে পুনর্ভবা নদীর সংযোগ নালায় (খাঁড়ি) ট্রলিটি পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় কিশোর শ্রমিক রাব্বানী। এ সময় আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা ওই দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। তবে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত