Ajker Patrika

রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিয়ে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গুঁড়িয়ে দেওয়া হলো রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল। ছবি: আজকের পত্রিকা
গুঁড়িয়ে দেওয়া হলো রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী কলেজে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণের এই আবক্ষ ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা। ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়ার পর নেচে নেচে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে সকাল থেকে ম্যুরালটির সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১টা ৫৫ মিনিটে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানের তালে তালে নেচে-গেয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। পরে একদল শিক্ষার্থী ভেঙে পড়া সেই ম্যুরালের ওপর নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শেখ মুজিবুর রহমানের ২৫ ফুট উঁচু ও ২২ ফুট প্রস্থ ম্যুরালটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আবক্ষ ম্যুরাল’ বলে দাবি করা হতো। আবক্ষ ম্যুরালটি নির্মাণে ১০ লাখ ২০ হাজার টাকা খরচ করা হয়েছিল। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে ম্যুরালটির উদ্বোধন করা হয়।

গুঁড়িয়ে দেওয়া হলো রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল। ছবি: আজকের পত্রিকা
গুঁড়িয়ে দেওয়া হলো রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল। ছবি: আজকের পত্রিকা

এদিকে ২০২১ সালে রাজশাহী কলেজে শিল্পী সৈয়দ মামুন-অর-রশিদকে দিয়ে ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামের ৪০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রস্থের টেরাকোটা করা হয়। টেরাকোটায় ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঙালির ঐতিহাসিক দিনের চিত্র তুলে ধরা হয়। গতকাল বুধবার রাতে টেরাকোটা থেকে শেখ মুজিবের প্রতিকৃতি তুলে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত