Ajker Patrika

জমির বিরোধ মেটাতে সালিসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জমির বিরোধ মেটাতে সালিসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সালিসে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে আরও দুজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

নিহত যুবকের নাম আবদুল খালেক ওরফে টিংকু (৩৫)। তিনি ওই গ্রামের তবজুল হকের ছেলে। 

আহতদের মধ্যে দুজন হলেন তবজুল হক ও তাঁর ছেলে আবদুল মালেক। আরেক আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁরা বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

নিহতের বাবা তবজুল আজকের পত্রিকাকে জানান, জমি নিয়ে তাঁর ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে বিকেলে সালিস ডাকা হয়। সালিসের মাঝেই মন্টু, মামুন, সুমন, আজিম নামে কয়েকজন হঠাৎ করে দা ও হাঁসুয়া নিয়ে হামলায় চালান। এতে ঘটনাস্থলেই টিংকু মারা যান। 

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় আজিম ও আলো নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার থেকে বলা হয়েছে হত্যা মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত