Ajker Patrika

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর একজনের লাশ উদ্ধার 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর একজনের লাশ উদ্ধার 

রাজশাহীর বাঘার পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজের ২৩ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিকে চকরাজাপুর ইউনিয়নের পদ্মানদীর লক্ষীনগর এলাকা থেকে জান্নাতী খাতুনের লাশ উদ্ধার করেন স্বজনরা।

অপর শিশু ঝিলিক খাতুনকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন স্থানীয়রা। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম।

গতকাল রোববার বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চর (মসজিদের ঘাটে) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়। তারা হলো—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলা বাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মন্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, খবর পেয়ে সেখানে ডুবুরি দল ৭ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ দুই শিশুর সন্ধান পায়নি। পরে পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ সময়েও দুই শিশুকে না পাওয়ায় তাঁরা নিশ্চিত হন শিশুরা বেঁচে নেই। পরে তাঁদের কথায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়। পদ্মা নদীর ১০ কিলোমিটার দূরে আজ সোমবার সকাল সাড়ে ১০ লক্ষ্মীনগর এলাকায় জান্নাতী খাতুনের লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

মানিকের চরের পলাশ হোসেন বলেন, ‘আমার বড় ভাই আব্দুল মান্নানের মেয়ে হালিমা খাতুনের সঙ্গে একই এলাকার নূর মোহাম্মাদের ছেলে স্বপনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে ঈদের পরদিন সপরিবারে দাওয়াতে আসে তাঁরা। অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় পদ্মা নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু।’

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান বলেন, ‘আত্মীয়ের বাড়ি বিয়ের অনুষ্ঠানে এসে পদ্মায় গোসলে গিয়ে নিখোঁজ হয়েছিল দুই শিশু। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে অভিযান চালিয়ে উদ্ধার করতে পারেননি। সকালে চররাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় এক লাশ ভেসে উঠলে উদ্ধার করেন স্থানীয়রা।’

এ বিষয়ে চারঘাট নৌ পুলিশের পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়েছি। এ ঘটনায় নৌ–পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত