Ajker Patrika

পবায় দিনব্যাপী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি

পবা (রাজশাহী) প্রতিনিধি
Thumbnail image

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় দিনব্যাপী ‘মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। এ খেলার ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে বিদিরপুর একাদশ ও রানার্সআপ আপ হয়েছে পিল্লাপাড়া একাদশ। আজ শুক্রবার বিকেলে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খান, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ ও নওহাটা পৌর আ. লীগের সভাপতি মো. আজিজুল হক, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র ২ দিদার হোসেন ভুলু, নওহাটা পৌর আ. লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম আশরাফ প্রমুখ।

উল্লেখ্য, ‘মহানন্দখালী নিউ টিম’ এর আয়োজনে ও নওহাটা পৌর যুবলীগের সদস্য মো. তাজিম আলী মিলনের সহযোগিতায় দিনব্যাপী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত