Ajker Patrika

মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমানে কিশোরের আত্মহত্যা   

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১৯
মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমানে কিশোরের আত্মহত্যা   

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমানে করে শাহ আলম (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে প্রসাদপুর কাঁঠাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাহ আলম রহনপুর পৌরসভার প্রসাদপুর মহল্লার কাঁঠাল মোড়ের বাসিন্দা কাবির আলীর ছেলে।

পুলিশ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলম নিজ ঘরে মোবাইল দেখছিল। ওই সময় তার মা শাহানা বেগম বাড়ির কাজের জন্য তাকে ডাক দেন। কিন্তু সে মোবাইলে ব্যস্ত থাকায় মায়ের ডাকে সাড়া দিচ্ছিল না। পরে মা তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নিয়ে যান। ঘটনার পর অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে আলমের মরদেহ উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, ‘শাহ আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত