Ajker Patrika

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১৮: ২০
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে শেখপাড়া ডিসির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আব্দুল্লাহ আল আজিজ (১২)। সে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা নাইমুল হক মাস্টারের ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে বাবার সঙ্গে আজিজ মোটরসাইকেলে করে রোকনপুর উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। পথে শেখপাড়া গ্রামসংলগ্ন ডিসির মোড়ে মোটরসাইকেলটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় মোটরসাইকেলের পেছনে থাকা ছেলে আজিজ ট্রাক্টরের চাকার নীচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। 

রোকনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, নিহত আজিজ তাঁর প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ছাড়া তার বাবা নাইমুল হক ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল্লাহ আল আজিজের অকালমৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত স্কুলছাত্রের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে পরিবারের কাছে ছাত্রের মরদেহ তুলে দেওয়া হয়েছে। ট্রাক্টরটি স্থানীয় জনতা আটকে রেখেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত