মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় সরকারি কাজে বাধা ও লাঞ্ছিতের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে ৪ আসামিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, জামদই গ্রামের আব্দুর রহমান পিন্টু (৩৫), একই গ্রামের মাহাফুজুর রহমান (২০), গোড়রা গ্রামের মোশারফ হোসেন বাবু (৪২) এবং বৈদ্যপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২)। পুলিশের ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল জরুরি পরিষেবা ৯৯৯ থেকে মোবাইল দিয়ে জানানো হয় উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামে আকবর আলী নামে এক ব্যক্তিকে আটক করে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এমন সংবাদে মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া সঙ্গীয় ফোর্সসহ আকবর আলীকে উদ্ধারের জন্য থানা থেকে জামদই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পরে সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যপুর বাজারের চারমাথা মোড়ে পৌঁছালে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর কয়েকজন সহযোগী এএসআই নান্নু মিয়াকে দাঁড় করান। তাঁরা জানতে চান এত সকাল সকাল কোথায় এবং কেন যাচ্ছি। পথ আটকিয়ে চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের এসব প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এএসআই। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়।
মামলার বাদী এএসআই নান্নু মিয়া বলেন, চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তাঁর লোকজন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পথ আটকিয়ে ঘটনাস্থল জামদই গ্রামে যেতেও বাধা প্রদান করেন। বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানকে অবহিত করা হলে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে আমাকে সেখানে থেকে উদ্ধার করেন। ঘটনার পর চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে এএসআই গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। আজ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
নওগাঁর মান্দায় সরকারি কাজে বাধা ও লাঞ্ছিতের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে ৪ আসামিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, জামদই গ্রামের আব্দুর রহমান পিন্টু (৩৫), একই গ্রামের মাহাফুজুর রহমান (২০), গোড়রা গ্রামের মোশারফ হোসেন বাবু (৪২) এবং বৈদ্যপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২)। পুলিশের ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল জরুরি পরিষেবা ৯৯৯ থেকে মোবাইল দিয়ে জানানো হয় উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামে আকবর আলী নামে এক ব্যক্তিকে আটক করে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এমন সংবাদে মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া সঙ্গীয় ফোর্সসহ আকবর আলীকে উদ্ধারের জন্য থানা থেকে জামদই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পরে সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যপুর বাজারের চারমাথা মোড়ে পৌঁছালে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর কয়েকজন সহযোগী এএসআই নান্নু মিয়াকে দাঁড় করান। তাঁরা জানতে চান এত সকাল সকাল কোথায় এবং কেন যাচ্ছি। পথ আটকিয়ে চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের এসব প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এএসআই। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়।
মামলার বাদী এএসআই নান্নু মিয়া বলেন, চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তাঁর লোকজন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পথ আটকিয়ে ঘটনাস্থল জামদই গ্রামে যেতেও বাধা প্রদান করেন। বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানকে অবহিত করা হলে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে আমাকে সেখানে থেকে উদ্ধার করেন। ঘটনার পর চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে এএসআই গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। আজ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মো. সহিদুল আলম শহীদ সভাপতি এবং বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১২টার দ
১ মিনিট আগেপটুয়াখালীতে আগুনে পাঁচ বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শহরের জুবিলী স্কুল সড়কের মনসা মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যারা রাজনৈতিক সচেতন, তাঁদের প্রত্যেকের এ দায় রয়েছে। তাঁরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, সে স্বপ্ন
১২ মিনিট আগেরাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে ৫টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
২৯ মিনিট আগে