রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তির পর তিন বছরে মাত্র দুই সেমিস্টার শেষ করেছেন। এখনো সেই সেমিস্টারের ফলও পাননি। সেখানে একই শিক্ষাবর্ষের অধিকাংশ বিভাগ ৫টি সেমিস্টার শেষ করেছে।
এ অবস্থায় দ্রুত ফল প্রকাশ ও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা গ্রহণসহ ছয় দফা দাবিতে বিভাগে তালা লাগিয়ে অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সামনে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবিগুলো হলো-১) ঈদ-উল ফিতরের আগেই ১ম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। ২) ২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে। ৩) নোটিশের নামে ‘ভাঁওতাবাজি বন্ধ করতে হবে। ৪) ৬ মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে ৩ মাস করতে হবে। ৫) সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ৬) বিভাগের লোকবল সংকট দূর করতে হবে এবং পরীক্ষা, ক্লাস টেস্ট ও বিভাগীয় কার্যক্রমে যেসব ত্রুটি আছে তা নিরসন করতে হবে।
দাবির বিষয়ে অনশনরত শিক্ষার্থী বিভা রাশেদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাভাবিক কারিকুলাম ২০১৯ সাল থেকে ২০২৩ এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে করোনা মহামারির কারণে আমরা এক বছর জটে পড়ে যাই। ২০২১ সালে সবকিছু স্বাভাবিক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের মাত্র একটি সেমিস্টার হয়েছে। আমাদের ব্যাচের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এই সময়ে দুই-তিন সেমিস্টার সম্পন্ন করে ফেলেছে। ২০২৩ সালে এসেও আমরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাইনি। আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের প্রধান দাবি ঈদের আগেই তৃতীয় সেমিস্টার সম্পন্ন করতে হবে।’
একই শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম বলেন, ‘দাবি না মেনে নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। নোটিশের নামে বিভাগ বারবার ‘ভাঁওতাবাজি’ করছে। গত ছয় তারিখে আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের আগের সেমিস্টারের ফল এখনো প্রকাশিত হয়নি। ফল প্রকাশ না হওয়ায় আমাদের পরীক্ষা হওয়া তো দূরের কথা, বিভাগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’
বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। তাই ফলাফল প্রকাশ করতে একটু বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তির পর তিন বছরে মাত্র দুই সেমিস্টার শেষ করেছেন। এখনো সেই সেমিস্টারের ফলও পাননি। সেখানে একই শিক্ষাবর্ষের অধিকাংশ বিভাগ ৫টি সেমিস্টার শেষ করেছে।
এ অবস্থায় দ্রুত ফল প্রকাশ ও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা গ্রহণসহ ছয় দফা দাবিতে বিভাগে তালা লাগিয়ে অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সামনে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবিগুলো হলো-১) ঈদ-উল ফিতরের আগেই ১ম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। ২) ২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে। ৩) নোটিশের নামে ‘ভাঁওতাবাজি বন্ধ করতে হবে। ৪) ৬ মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে ৩ মাস করতে হবে। ৫) সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ৬) বিভাগের লোকবল সংকট দূর করতে হবে এবং পরীক্ষা, ক্লাস টেস্ট ও বিভাগীয় কার্যক্রমে যেসব ত্রুটি আছে তা নিরসন করতে হবে।
দাবির বিষয়ে অনশনরত শিক্ষার্থী বিভা রাশেদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাভাবিক কারিকুলাম ২০১৯ সাল থেকে ২০২৩ এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে করোনা মহামারির কারণে আমরা এক বছর জটে পড়ে যাই। ২০২১ সালে সবকিছু স্বাভাবিক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের মাত্র একটি সেমিস্টার হয়েছে। আমাদের ব্যাচের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এই সময়ে দুই-তিন সেমিস্টার সম্পন্ন করে ফেলেছে। ২০২৩ সালে এসেও আমরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাইনি। আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের প্রধান দাবি ঈদের আগেই তৃতীয় সেমিস্টার সম্পন্ন করতে হবে।’
একই শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম বলেন, ‘দাবি না মেনে নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। নোটিশের নামে বিভাগ বারবার ‘ভাঁওতাবাজি’ করছে। গত ছয় তারিখে আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের আগের সেমিস্টারের ফল এখনো প্রকাশিত হয়নি। ফল প্রকাশ না হওয়ায় আমাদের পরীক্ষা হওয়া তো দূরের কথা, বিভাগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’
বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। তাই ফলাফল প্রকাশ করতে একটু বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করব।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩৬ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪২ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে