Ajker Patrika

আ.লীগের ডাকা হরতালের সমর্থনে বগুড়ায় মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে আওয়ামী লীগের মশাল মিছিল। ছবি: সংগৃহীত
শাজাহানপুরে আওয়ামী লীগের মশাল মিছিল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ আজ মঙ্গলবার দেশব্যাপী হরতালের আহ্বান করেছে। এর সমর্থনে গতকাল সোমবার রাতে বগুড়ার কয়েকটি উপজেলা সারিয়াকান্দি, সদর উপজেলা ও ধুনটে ঝটিকা মশাল মিছিল হয়েছে। এদিন রাত ১টার দিকে শাজাহানপুরের বেতগাড়ী এলাকায় মহাসড়কে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দে মুহূর্তেই পুরো এলা প্রকম্পিত হয়ে ওঠে।

শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার একজন ইটভাটার শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাত দুই যুবক এসে ঝড়ের বেগে মহাসড়কে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আরেকজন তা ভিডিও করে। এ সময় মহাসড়কে ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর একই গতিতে পালিয়ে যায় বিস্ফোরণ ঘটানো যুবকেরা। তাঁরা কারা ছিল তা বলতে পারছি না।’

শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি আলী ইমাম ইনোকীর সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘হরতালের সমর্থনে আমরা দলীয় নেতা-কর্মীরা রাতেই মশাল মিছিল করেছি। বগুড়া সদর, ধুনট, সারিয়াকান্দি উপজেলায় মশাল মিছিল করেছি। শেখ হাসিনার ডাকে আমরা রাজপথে অস্তিত্ব জানান দিয়েছি। কোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষতি না করতে শেখ হাসিনার নির্দেশ আছে। শাজাহানপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।’

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ রকম কোনো তথ্য তিনি পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত