Ajker Patrika

নিখোঁজের পরদিন পদ্মায় মিলল দুই বন্ধুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিখোঁজের পরদিন পদ্মায় মিলল দুই বন্ধুর মরদেহ

রাজশাহীতে নিখোঁজের একদিন পর পদ্মা নদী থেকে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোর ৬টা ও বেলা ১২টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল শনিবার একই সঙ্গে গোসল করতে নেমে পদ্মায় নিখোঁজ হন তাঁরা। 

তাঁরা হলেন—নগরীর মেহেরচণ্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সায়েম (১৯) ও দরগাপাড়া এলাকার মৃত গাজী মঈন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৯)। দুজনেই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ জন শিক্ষার্থী শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলছিল। খেলা শেষে নদীতে গোসলে করতে নামে তারা। গোসলের সময় রিফাতকে তলিয়ে যেতে দেখে তাঁকে উদ্ধার করতে যান তাঁর বন্ধু সায়েম। কিন্তু তিনিও ডুবে যান। 

এ ঘটনায় অন্য বন্ধুরা ট্রিপল ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করে। দিনভর তৎপরতা চালিয়েও তাদের কোনো সন্ধান পায়নি ডুবুরি দল। তবে রোববার ভোরে ঘটনাস্থলের অদূরে ভেসে ওঠে সায়েমের মরদেহ। স্থানীয় জেলেরা মরদেহ দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সায়েমের মরদে উদ্ধার করে। 

এদিকে সায়েমের মরদেহ ভেসে ওঠার পর আবারও নদীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুরিরা রিফাতের সন্ধানে কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে নদীতে রিফাতের মরদেহের সন্ধান পায় তারা। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত