Ajker Patrika

ইফতারের আগ মুহূর্তে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ইফতারের আগ মুহূর্তে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী

পাবনার ঈশ্বরদীতে ইফতারের আগ মুহূর্তে ট্রাকচাপায় আমর-বিন-মারুফ (২৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কুষ্টিয়া-পাবনা-নাটোর মহাসড়কের দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের তোজাম্মেল হোসেন সরদারের ছেলে। তিনি ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ বলছে, সন্ধ্যায় ইফতারের কিছু আগে মারুফ ঈশ্বরদী ইপিজেডের কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি আটঘরিয়া উপজেলায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় মুহূর্তেই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক মারুফ। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 

এ বিষয়ে পাকশী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, ‘নিহত মারুফের পরিবার থেকে অনুরোধ করায় তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় সড়ক আইনে মামলা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত