বগুড়া প্রতিনিধি
হঠাৎ করেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি তোলপাড় সৃষ্টি করেছে বগুড়ায়। শুক্রবার রাত ১১টা থেকে তেলের পাম্প এবং ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন গ্রাহকেরা। বগুড়া প্রতিটি পাম্পে দেখা গেছে গ্রাহকদের উপচে পড়া ভিড়। অনেকেই তেল না পেয়ে ফিরে এসেছেন। বিক্ষুব্ধ গ্রাহকেরা এ সময় নানাভাবে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। হট্টগোলে মুখরিত হয়ে ওঠে তেলের পাম্পগুলোর চারপাশ। এ সময় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। তবে এর মধ্যেই তেল দেওয়া বন্ধ করে স্টেশনগুলো।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আজ শনিবার থেকেই ভাড়া বাড়াতে শুরু করেছেন বিভিন্ন যানবাহনের চালকেরা। আর তাতে ক্ষুব্ধ জনসাধারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ।
গতকাল রাতে শহরের সিলিমপুরের বগুড়া ফিলিং স্টেশন, ধানগাড়া রোডের পূর্বাচল ফিলিং স্টেশন দ্বিতীয় বাইপাসের ফাতেমা ফিলিং স্টেশন, দত্তবাড়ি পেট্রল পাম্প বনানীর শাহ সুলতান ফিলিং স্টেশন ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
বনানী ফিলিং স্টেশনে রাত ১২টার পরও ভিড় দেখা যায়।
এদিকে বগুড়া ফিলিং স্টেশনে রাত ১১টা সময় তেল শেষ হয়ে গেছে বলে জানানো হয়। উপচে পড়া মানুষের বিক্ষোভ সামলাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
শহরের সিলিমপুরে বগুড়া স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে আসা শাহাদাত সোহাগ বলেন, ‘রাতারাতি তেলের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে লিটারপ্রতি। এটা অন্যায়। জনগণকে মারতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’
তরুণ বাইকার হৃদয় পার্থ বলেন, ‘কয়েক দিন আগে পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল যে দেশে জ্বালানি তেলের মজুত খুব কম। তখন সেটাকে গুজব বলে চালিয়ে দিলেন সরকারপন্থীরা। পত্রিকার রিপোর্ট তুলে নিতে বাধ্য করলেন। কিন্তু আজ সেই রিপোর্টের বাস্তবতা ঠিকই দেখা যাচ্ছে।’
তবে আজ সকাল থেকে অনেকটাই শান্ত ছিল জ্বালানি তেলের পাম্প এবং স্টেশনগুলো। সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ভিড় চোখে পড়েনি।
সিলিমপুরের এসবি ফিলিং স্টেশনের মালিক এনামুল হক শাহীন বলেন, ‘গতকাল গভীর রাত পর্যন্ত গ্রাহকের ভিড় ছিল। আমরা চাহিদা অনুযায়ী তেল দিতে পারিনি। কিছু গ্রাহক ফিরে গেছেন। কিন্তু আজ সেই তুলনায় ভিড় নেই। স্বাভাবিক আছে সব।’
এই স্টেশনে পেট্রল নিতে এসেছেন এহসান আলী। তিনি বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানির রিপ্রেজেনটেটিভ। আমাকে সারা দিনই বাইক চালিয়ে চলতে হয়। আমি এত টাকার তেল কিনব কী করে? আমার বেতন তো বাড়েনি।’
এদিকে রাস্তাঘাটে মোটরসাইকেলসহ যানবাহন চলাচল কম দেখা গেছে আজ। শহরে রিকশা, সিএনজিচালিত অটোরিকশার স্বাভাবিক চলাচল থাকলেও পেট্রলচালিত গাড়ির সংখ্যা কম দেখা গেছে।
অপরদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বগুড়া শাখা।
সমাবেশের সভাপতি বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় অন্যান্য সকল পণ্য ও পরিষেবার দামও বাড়বে। এই সিদ্ধান্ত দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা এবং নিত্য ব্যয়ের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।’
সদস্যসচিব অ্যাড. দিলরুবা নূরী বলেন, ‘বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশনের গতকালের উদ্যোগ অনেকটা দরিদ্র ও মধ্যবিত্তের ক্ষতস্থানে লবণ ঘষার মতো। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সামঞ্জস্য রাখার কথা বলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল এর দাম বাড়ানো হলো অথচ আন্তর্জাতিক বাজারে দাম কমলে তো আমাদের দেশে দাম কমে না।’
সভায় আরও বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি শ্রমিকনেতা কমরেড সাইফুজ্জামান টুটুল, বাসদ জেলা সদস্য, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সভাপতি কৃষক কমরেড মাসুদ পরভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ছাত্রনেতা ধনঞ্জয় বর্মনসহ অন্যরা।
হঠাৎ করেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি তোলপাড় সৃষ্টি করেছে বগুড়ায়। শুক্রবার রাত ১১টা থেকে তেলের পাম্প এবং ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন গ্রাহকেরা। বগুড়া প্রতিটি পাম্পে দেখা গেছে গ্রাহকদের উপচে পড়া ভিড়। অনেকেই তেল না পেয়ে ফিরে এসেছেন। বিক্ষুব্ধ গ্রাহকেরা এ সময় নানাভাবে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। হট্টগোলে মুখরিত হয়ে ওঠে তেলের পাম্পগুলোর চারপাশ। এ সময় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। তবে এর মধ্যেই তেল দেওয়া বন্ধ করে স্টেশনগুলো।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আজ শনিবার থেকেই ভাড়া বাড়াতে শুরু করেছেন বিভিন্ন যানবাহনের চালকেরা। আর তাতে ক্ষুব্ধ জনসাধারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ।
গতকাল রাতে শহরের সিলিমপুরের বগুড়া ফিলিং স্টেশন, ধানগাড়া রোডের পূর্বাচল ফিলিং স্টেশন দ্বিতীয় বাইপাসের ফাতেমা ফিলিং স্টেশন, দত্তবাড়ি পেট্রল পাম্প বনানীর শাহ সুলতান ফিলিং স্টেশন ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
বনানী ফিলিং স্টেশনে রাত ১২টার পরও ভিড় দেখা যায়।
এদিকে বগুড়া ফিলিং স্টেশনে রাত ১১টা সময় তেল শেষ হয়ে গেছে বলে জানানো হয়। উপচে পড়া মানুষের বিক্ষোভ সামলাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
শহরের সিলিমপুরে বগুড়া স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে আসা শাহাদাত সোহাগ বলেন, ‘রাতারাতি তেলের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে লিটারপ্রতি। এটা অন্যায়। জনগণকে মারতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’
তরুণ বাইকার হৃদয় পার্থ বলেন, ‘কয়েক দিন আগে পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল যে দেশে জ্বালানি তেলের মজুত খুব কম। তখন সেটাকে গুজব বলে চালিয়ে দিলেন সরকারপন্থীরা। পত্রিকার রিপোর্ট তুলে নিতে বাধ্য করলেন। কিন্তু আজ সেই রিপোর্টের বাস্তবতা ঠিকই দেখা যাচ্ছে।’
তবে আজ সকাল থেকে অনেকটাই শান্ত ছিল জ্বালানি তেলের পাম্প এবং স্টেশনগুলো। সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ভিড় চোখে পড়েনি।
সিলিমপুরের এসবি ফিলিং স্টেশনের মালিক এনামুল হক শাহীন বলেন, ‘গতকাল গভীর রাত পর্যন্ত গ্রাহকের ভিড় ছিল। আমরা চাহিদা অনুযায়ী তেল দিতে পারিনি। কিছু গ্রাহক ফিরে গেছেন। কিন্তু আজ সেই তুলনায় ভিড় নেই। স্বাভাবিক আছে সব।’
এই স্টেশনে পেট্রল নিতে এসেছেন এহসান আলী। তিনি বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানির রিপ্রেজেনটেটিভ। আমাকে সারা দিনই বাইক চালিয়ে চলতে হয়। আমি এত টাকার তেল কিনব কী করে? আমার বেতন তো বাড়েনি।’
এদিকে রাস্তাঘাটে মোটরসাইকেলসহ যানবাহন চলাচল কম দেখা গেছে আজ। শহরে রিকশা, সিএনজিচালিত অটোরিকশার স্বাভাবিক চলাচল থাকলেও পেট্রলচালিত গাড়ির সংখ্যা কম দেখা গেছে।
অপরদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বগুড়া শাখা।
সমাবেশের সভাপতি বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় অন্যান্য সকল পণ্য ও পরিষেবার দামও বাড়বে। এই সিদ্ধান্ত দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা এবং নিত্য ব্যয়ের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।’
সদস্যসচিব অ্যাড. দিলরুবা নূরী বলেন, ‘বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশনের গতকালের উদ্যোগ অনেকটা দরিদ্র ও মধ্যবিত্তের ক্ষতস্থানে লবণ ঘষার মতো। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সামঞ্জস্য রাখার কথা বলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল এর দাম বাড়ানো হলো অথচ আন্তর্জাতিক বাজারে দাম কমলে তো আমাদের দেশে দাম কমে না।’
সভায় আরও বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি শ্রমিকনেতা কমরেড সাইফুজ্জামান টুটুল, বাসদ জেলা সদস্য, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সভাপতি কৃষক কমরেড মাসুদ পরভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ছাত্রনেতা ধনঞ্জয় বর্মনসহ অন্যরা।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৩ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে