ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)
কাজের সন্ধানে ১৫ বছর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছিলেন নাটোরের লালপুরের মোহরকয়া (কয়লারডহর) গ্রামের আবুল কালাম আজাদ। সেখানে তাঁর পরিচয় হয় কম্বোডিয়া থেকে আসা সাওমনের সঙ্গে। পরে দুজনের প্রেম ও প্রেম থেকে বিয়ে হয়। পরিবারে আসে তিন কন্যা সন্তান; আমেনা খাতুন (১৩), আয়েশা খাতুন (১২) ও আমিরা খাতুন (৯)।
এ পর্যন্ত ভালোই ছিল। কিন্তু, সাওমনের ভাগ্যে এ সুখ খুব বেশি দিন স্থায়ী হয়নি। বর্তমানে তিন কন্যা নিয়ে তাঁকে মানবেতন জীবন যাপন করতে হচ্ছে।
ভাঙা ভাঙা বাংলায় সামওন জানালেন, ২০১৪ সালে স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে বাংলাদেশে ফেরেন আবুল কালাম আজাদ। বুধিরামপুর শান্তিপাড়ায় চার কাঠা জমি কিনে শুরু করেন বাড়ি নির্মাণ। নির্মাণকাজ শেষ হওয়ার আগে পর্যন্ত থাকার জন্য স্ত্রী সন্তানদের একটি ভাড়া বাসায় রেখে আবার মালয়েশিয়ায় পাড়ি জমান কালাম।
কিন্তু বিধি বাম। ২০২০ সালে কালামের কিডনি রোগ ধরা পড়লে আবার দেশে ফিরে আসেন। জমানো অর্থ খরচ হয়ে গেলে তাঁর চিকিৎসার জন্য পরিবার ১০ কাঠা জমিও বিক্রি করে দেয়। শত চেষ্টার পরেও দেশে ফেরার এক মাসের মাথায় ২০২১ সালের ১৭ মার্চ ৩৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
কালামের মৃত্যুর পর অথই পাথারে পড়ে যান সামওন। আবুল কালামকে বিয়ের জন্য বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় বাবা হাইসামওল এবং মা ছনমাইর সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না। অর্থের অভাবে বাড়ির কাজও শেষ করতে পারেননি। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র না থাকায় বিভিন্ন কাজেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অর্থাভাবে দিন কাটছে চরম কষ্টে।
এত কিছুর মাঝেও বাংলাদেশেই থেকে যেতে চান 'সামওন' থেকে 'স্মৃতি বেগম' নাম নেওয়া এ সংগ্রামী নারী। ভাঙা ভাঙা বাংলায় এত কিছু বলার পরে জানালেন শেষ ইচ্ছে। তাঁর ইচ্ছে মুসলিম হিসেবে কবরটা যেন স্বামীর দেশে হয়।
কাজের সন্ধানে ১৫ বছর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছিলেন নাটোরের লালপুরের মোহরকয়া (কয়লারডহর) গ্রামের আবুল কালাম আজাদ। সেখানে তাঁর পরিচয় হয় কম্বোডিয়া থেকে আসা সাওমনের সঙ্গে। পরে দুজনের প্রেম ও প্রেম থেকে বিয়ে হয়। পরিবারে আসে তিন কন্যা সন্তান; আমেনা খাতুন (১৩), আয়েশা খাতুন (১২) ও আমিরা খাতুন (৯)।
এ পর্যন্ত ভালোই ছিল। কিন্তু, সাওমনের ভাগ্যে এ সুখ খুব বেশি দিন স্থায়ী হয়নি। বর্তমানে তিন কন্যা নিয়ে তাঁকে মানবেতন জীবন যাপন করতে হচ্ছে।
ভাঙা ভাঙা বাংলায় সামওন জানালেন, ২০১৪ সালে স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে বাংলাদেশে ফেরেন আবুল কালাম আজাদ। বুধিরামপুর শান্তিপাড়ায় চার কাঠা জমি কিনে শুরু করেন বাড়ি নির্মাণ। নির্মাণকাজ শেষ হওয়ার আগে পর্যন্ত থাকার জন্য স্ত্রী সন্তানদের একটি ভাড়া বাসায় রেখে আবার মালয়েশিয়ায় পাড়ি জমান কালাম।
কিন্তু বিধি বাম। ২০২০ সালে কালামের কিডনি রোগ ধরা পড়লে আবার দেশে ফিরে আসেন। জমানো অর্থ খরচ হয়ে গেলে তাঁর চিকিৎসার জন্য পরিবার ১০ কাঠা জমিও বিক্রি করে দেয়। শত চেষ্টার পরেও দেশে ফেরার এক মাসের মাথায় ২০২১ সালের ১৭ মার্চ ৩৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
কালামের মৃত্যুর পর অথই পাথারে পড়ে যান সামওন। আবুল কালামকে বিয়ের জন্য বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় বাবা হাইসামওল এবং মা ছনমাইর সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না। অর্থের অভাবে বাড়ির কাজও শেষ করতে পারেননি। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র না থাকায় বিভিন্ন কাজেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অর্থাভাবে দিন কাটছে চরম কষ্টে।
এত কিছুর মাঝেও বাংলাদেশেই থেকে যেতে চান 'সামওন' থেকে 'স্মৃতি বেগম' নাম নেওয়া এ সংগ্রামী নারী। ভাঙা ভাঙা বাংলায় এত কিছু বলার পরে জানালেন শেষ ইচ্ছে। তাঁর ইচ্ছে মুসলিম হিসেবে কবরটা যেন স্বামীর দেশে হয়।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
২ মিনিট আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
২৬ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
২৯ মিনিট আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৩ ঘণ্টা আগে