বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কাহালু উপজেলার ঝুলন্ত অবস্থায় মা ও বিছানা থেকে মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় মেয়ের লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল—‘আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
নিহতরা হলেন—ওই এলাকার অটোরিকশা চালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম (২৪) এবং তাদের একমাত্র সন্তান মুশফিকা খাতুন (৪)।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জুলেখার স্বামী আব্দুল মমিন অটোরিকশা চালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে জুলেখা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে এবং নাতনি মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এ ছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
বগুড়ায় কাহালু উপজেলার ঝুলন্ত অবস্থায় মা ও বিছানা থেকে মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় মেয়ের লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল—‘আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
নিহতরা হলেন—ওই এলাকার অটোরিকশা চালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম (২৪) এবং তাদের একমাত্র সন্তান মুশফিকা খাতুন (৪)।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জুলেখার স্বামী আব্দুল মমিন অটোরিকশা চালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে জুলেখা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে এবং নাতনি মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এ ছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
১৯ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে