Ajker Patrika

আ.লীগের সদস্য পদ হারালেন সাংবাদিক হত্যা মামলার আসামি মিরু 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৯: ৪৩
আ.লীগের সদস্য পদ হারালেন সাংবাদিক হত্যা মামলার আসামি মিরু 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদ হারালেন শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু। তিনি শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে মিরু পদ পাওয়ার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এর পর তাঁকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার বলেন, সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি সাবেক মেয়র হালিমুল হক মিরুর নাম সদস্য পদ থেকে কেটে দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তাঁর পরিবর্তে ফিরোজ নামের একজনকে সদস্য করা হয়েছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন হয়। সেখানে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু নাম ছিল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি কেন্দ্রের নজরে আসেলে মিরুর নামটি সদস্য থেকে বাদ দেওয়া হয়।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সভাপতি হিসেবে অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সামাদ তালুকদারের নাম ঘোষণা করেন।

সম্মেলনের প্রায় এক বছর পর গত ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে ৭৪ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে স্থান পান সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। ঘটনার পর নিহতের স্ত্রী নুরুন্নাহার খাতুন তৎকালীন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।

ওই বছরের ৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিরুকে গ্রেপ্তার করে পুলিশ। ২ বছর সাড়ে ৯ মাস কারাভোগ করে জামিনে আছেন তিনি। মামলাটি বর্তমানে রাজশাহীর বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। গ্রেপ্তারের পরপরই দল থেকে মিরুকে সাময়িক বহিষ্কার করা হয়। তখন মেয়র পদ থেকেও তাঁকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত