প্রতিনিধি, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের এক শিক্ষার্থীকে রাতভর মারধরের পর ভোরে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই হলের ছয় ছাত্রীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে হলের খ ব্লকের চতুর্থ তলায় এই নির্যাতনের ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন-সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেফতাহুল জান্নাত মনিকা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সূচনা, নাট্যকলার মাস্টার্সের শিক্ষার্থী আসমা বিনতি, চারুকলার শিক্ষার্থী স্মৃতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মনীষা ও প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাম্মী আক্তার প্রেমা।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তাপসী রাবেয়া হলের ‘খ’ ব্লকের চারতলায় নিয়মিত সভা হয়। এ সভায় প্রতিটি রুমের বর্ডারদের সমস্যা ও ফ্লোরে থাকার নিয়মাবলি নিয়ে আলোচনা হয়। গত বৃহস্পতিবারের সভা চলাকালে ওই ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ থাকায় রুমে চলে যায়। পরে সেখানে ওই ভুক্তভোগী শিক্ষার্থীর রুমমেট তাঁর সঙ্গে খারাপ আচরণ করে। ফ্লোরের কয়েকজনকে ডেকে এনে গালিগালাজ করতে থাকে। বিষয়টি ভুক্তভোগী ফোনে রেকর্ড করছিলেন। এটি টের পেয়ে অভিযুক্ত ছাত্রীরা তাঁর কাছ থেকে ফোন কেড়ে নেয় এবং রেকর্ড ডিলিট করে। পরবর্তীতে তাঁরা ভুক্তভোগী শিক্ষার্থী ফোন থেকে রাত তিনটার দিকে তার স্বামী ফোন দেয়। ভোর চারটার দিকে অভিযুক্ত ছাত্রীরা তাকে মারধর করে হল থেকে বের করে দেয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, তারা আমার ফোন নিয়ে অনেকক্ষণ ব্যক্তিগত বিষয় ঘাঁটাঘাঁটি করে। মারধরের পর হল থেকে বের করে দিলে হল সুপার আমাকে আয়াদের রুমে রাখে। গত দুদিন ধরে আমি রুমে যেতে পারছি না। আমি আমার এক বান্ধবীর সঙ্গে অন্য হলে আছি। বিষয়টি আজ লিখিতভাবে জানিয়েছি প্রশাসনকে।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর রুমমেট জান্নাতুল ফেরদৌস সূচনা বলেন, ‘এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
অপর অভিযুক্ত মেফতাহুল জান্নাত মনিকা বলেন, ‘কিছু অভিযোগের প্রেক্ষিতে আমরা কয়েকজন সিনিয়র ওই শিক্ষার্থীকে নিয়ে বসি। একপর্যায়ে সে অসুস্থ বোধ করলে তার রুমমেট তাকে রুমে নিয়ে যায়। এরপর রাত ১টার দিকে তার রুমমেট আমার কাছে এসে বলে ওই শিক্ষার্থী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এ জন্য আমরা কয়েকজন ওদের রুমে যাই। সেখানে ওই শিক্ষার্থী আমাদের সঙ্গেও তর্ক করে ও গালিগালাজ করে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা দেয়। পরে ম্যামকে জানালে তিনি এসে তাকে সঙ্গে নিয়ে যায়। তাকে হল থেকে বের করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহল বলেন, ‘আমি বর্তমানে রাজশাহীর বাইরে আছি। তবে হলের ঘটনার বিষয়ে শুনেছি। আগামীকাল ফিরব। তারপর দুই পক্ষকে ডেকে এ বিষয়ের সমাধান করব।’
জানতে চাইলে ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর বলেন, ‘হল থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ পেয়েছি। হলের প্রভোস্ট এলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে এ বিষয়ে সমাধান করব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের এক শিক্ষার্থীকে রাতভর মারধরের পর ভোরে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই হলের ছয় ছাত্রীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে হলের খ ব্লকের চতুর্থ তলায় এই নির্যাতনের ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন-সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেফতাহুল জান্নাত মনিকা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সূচনা, নাট্যকলার মাস্টার্সের শিক্ষার্থী আসমা বিনতি, চারুকলার শিক্ষার্থী স্মৃতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মনীষা ও প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাম্মী আক্তার প্রেমা।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তাপসী রাবেয়া হলের ‘খ’ ব্লকের চারতলায় নিয়মিত সভা হয়। এ সভায় প্রতিটি রুমের বর্ডারদের সমস্যা ও ফ্লোরে থাকার নিয়মাবলি নিয়ে আলোচনা হয়। গত বৃহস্পতিবারের সভা চলাকালে ওই ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ থাকায় রুমে চলে যায়। পরে সেখানে ওই ভুক্তভোগী শিক্ষার্থীর রুমমেট তাঁর সঙ্গে খারাপ আচরণ করে। ফ্লোরের কয়েকজনকে ডেকে এনে গালিগালাজ করতে থাকে। বিষয়টি ভুক্তভোগী ফোনে রেকর্ড করছিলেন। এটি টের পেয়ে অভিযুক্ত ছাত্রীরা তাঁর কাছ থেকে ফোন কেড়ে নেয় এবং রেকর্ড ডিলিট করে। পরবর্তীতে তাঁরা ভুক্তভোগী শিক্ষার্থী ফোন থেকে রাত তিনটার দিকে তার স্বামী ফোন দেয়। ভোর চারটার দিকে অভিযুক্ত ছাত্রীরা তাকে মারধর করে হল থেকে বের করে দেয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, তারা আমার ফোন নিয়ে অনেকক্ষণ ব্যক্তিগত বিষয় ঘাঁটাঘাঁটি করে। মারধরের পর হল থেকে বের করে দিলে হল সুপার আমাকে আয়াদের রুমে রাখে। গত দুদিন ধরে আমি রুমে যেতে পারছি না। আমি আমার এক বান্ধবীর সঙ্গে অন্য হলে আছি। বিষয়টি আজ লিখিতভাবে জানিয়েছি প্রশাসনকে।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর রুমমেট জান্নাতুল ফেরদৌস সূচনা বলেন, ‘এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
অপর অভিযুক্ত মেফতাহুল জান্নাত মনিকা বলেন, ‘কিছু অভিযোগের প্রেক্ষিতে আমরা কয়েকজন সিনিয়র ওই শিক্ষার্থীকে নিয়ে বসি। একপর্যায়ে সে অসুস্থ বোধ করলে তার রুমমেট তাকে রুমে নিয়ে যায়। এরপর রাত ১টার দিকে তার রুমমেট আমার কাছে এসে বলে ওই শিক্ষার্থী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এ জন্য আমরা কয়েকজন ওদের রুমে যাই। সেখানে ওই শিক্ষার্থী আমাদের সঙ্গেও তর্ক করে ও গালিগালাজ করে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা দেয়। পরে ম্যামকে জানালে তিনি এসে তাকে সঙ্গে নিয়ে যায়। তাকে হল থেকে বের করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহল বলেন, ‘আমি বর্তমানে রাজশাহীর বাইরে আছি। তবে হলের ঘটনার বিষয়ে শুনেছি। আগামীকাল ফিরব। তারপর দুই পক্ষকে ডেকে এ বিষয়ের সমাধান করব।’
জানতে চাইলে ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর বলেন, ‘হল থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ পেয়েছি। হলের প্রভোস্ট এলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে এ বিষয়ে সমাধান করব।’
চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করছেন বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের অব্যাহতিপ্রাপ্তরা। আজ সোমবার সকাল ১০টা থেকে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন তাঁরা।
৭ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের ডিওপো সুপার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী...
১১ মিনিট আগেসোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনের সঙ্গে খেলা করার সময় সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খাদিজা ও সজীব গুরুতর আহত হয় এবং আয়েশা কিছুটা কম আঘাত পায়...
২৫ মিনিট আগেগতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সৈয়দপুর ও এর আশপাশের এলাকায় গড়ে ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। তিনি আরও জানান, আজ ও আগামীকাল মঙ্গলবারও ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩৪ মিনিট আগে