Ajker Patrika

বোরামাড়া বিল থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
বোরামাড়া বিল থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার বোরামাড়া বিলের আম গাছ থেকে শামীম হোসেন (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কদমডাঙ্গা গ্রামের বোরামাড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত শামীম উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের শাহীন হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শামীম ওই মাঠে ঘাস কাটতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে তাঁকে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে মাঠের মধ্যে থাকা একটি আমগাছে তাঁকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের ওপর অভিমান করে মাঠে ঘাস কাটতে গিয়ে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত