Ajker Patrika

মুক্তিযুদ্ধে প্রশিক্ষক হলেও এখনো স্বীকৃতি পাননি ফজলুল হক

রিমন রহমান, রাজশাহী
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২: ২৯
মুক্তিযুদ্ধে প্রশিক্ষক হলেও এখনো স্বীকৃতি পাননি ফজলুল হক

পানিপিয়া ইয়ুথ ক্যাম্পের প্লাটুন কমান্ডার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন ফজলুল হক। এ বিষয়ে ক্যাম্পের প্রশাসক ক্যাপ্টেন আর কে শর্মা এবং ইনচার্জ মো. মুহসীন স্বাক্ষরিত তাঁর সনদপত্র রয়েছে। স্বাধীনতার পর মিলিশিয়া ক্যাম্পে যোগ দিয়ে জেনারেল আতাউল গনি ওসমানীর সই করা সনদপত্রও পেয়েছেন। ক্যাম্পে অস্ত্র জমা দেওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায়ও নাম রয়েছে তাঁর। কিন্তু এখনো মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পাননি তিনি।

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ আমবাগান মহল্লায় রেললাইনের পাশে ছোট এক বাড়িতে বাস করেন ফজলুল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে আবাসিক হল বন্ধ হয়ে গেলে তিনি চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরের বাড়ি ফিরে যান। এরপর যুদ্ধে অংশ নিতে সীমান্ত পেরিয়ে যান ভারতে। বিশ্ববিদ্যালয়ে মিলিটারি সায়েন্স অ্যান্ড হিস্ট্রি পড়ার জ্ঞান কাজে লাগিয়ে অনেক যুবককে তিনি প্রশিক্ষণ দেন। তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, কিন্তু স্বীকৃতি পাননি তিনি। আদৌ স্বীকৃতি পাবেন কি না, তা জানেন না ৭৪ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।

সম্প্রতি আলাপকালে ফজলুল জানান, তিনি ১৯৭৫ সালে অগ্রণী ব্যাংকে যোগ দেন এবং ২০০৩ সালে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে অবসর নেন। তিনি বলেন, ১৯৮৯ সালের দিকে প্রথম যখন মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা শুরু হয়, তখন তিনি জানতেই পারেননি। দ্বিতীয় দফায় তিনি আবেদন করেন কিন্তু তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। পরে চট্টগ্রামে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে আর এগোতে পারেননি। অবসরের পর তালিকাভুক্ত হতে কয়েক দফা আবেদন করেছেন। সবশেষ ২০১৭ সালে তাঁর ছেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর ২০২২ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে আরেক দফা মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠান, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তিনি এখনো তাঁর কাগজপত্র নিয়ে এর-ওর কাছে ঘুরে বেড়ান।

ফজলুল বলেন, ‘সব জায়গায় আমার নাম আছে। আমার কাছে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের অনেকেই এখনো বেঁচে আছেন। তাঁরা খোঁজ নেন, সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি এখনো তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হতে পারিনি। অবসর জীবনে আমি এখন চরম আর্থিক সংকটে আছি। মুক্তিযোদ্ধার স্বীকৃতিটা পেলে পরিবার উপকৃত হবে। মৃত্যুর আগে আমি এই স্বীকৃতি পাব কি না, তা জানি না। এটাই আমার জীবনের শেষ চাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত