Ajker Patrika

হিরো আলমের ভক্তদের কিনে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০: ১১
হিরো আলমের ভক্তদের কিনে নেওয়ার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে তিনি অভিযোগ করেছেন, তাঁর ভক্তদের টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, একজন প্রার্থীকে জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। গত রোববার বগুড়া-৪ আসনে বৈধ ভোট পড়ে ৯৩ হাজার ৭৪৯টি। জামানত রক্ষা করতে প্রার্থীর দরকার ছিল ১১ হাজার ৭১৯টি ভোট। সেখানে হিরো আলম ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৭৫টি ভোট।

গত বছরের ফেব্রুয়ারিতে এই আসনের উপনির্বাচনে হিরো আলম মাত্র ১ হাজার ভোটেরও কম ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এখন এত কম ভোট পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভোটের দিন ১ হাজার টাকার নোট আর জিলাপির পোটলা দিয়ে হিরো আলমের ভক্তদের কেনা হয়েছে। টাকার কাছে তিনি হেরেছেন। এ ছাড়া নির্বাচনে কারচুপিরও অভিযোগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত