জয়পুরহাট প্রতিনিধি
শ্বাসরোধে হত্যার পর কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের আদালত। আজ সোমবার জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এই রায় দেন। রায়ে দুজনকে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন আদালত।
জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত (৩২) এবং আয়মাপাড়া গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে কামিনি জাহিদ (৩৫)।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ মে ভুক্তভোগী (কলেজছাত্রী) ভাই স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বাড়িতে কেউ না থাকায় পর দিন চাচাতো ভাইয়ের বাড়িতে রাতের খাবার খান তিনি। আর রাত সাড়ে ১০টার দিকে দুই ভাতিজিকে নিয়ে বাড়ির একটি ঘরে যান। এরপর মোবাইল ফোনে কথা বলতে বলতে ওই ছাত্রী পাশের ঘরে যান। এরই মধ্যে দুই ভাতিজি ঘুমিয়ে পড়ে।
ওই সুযোগে রাত ২টার দিকে রনি ও জাহিদ ছাত্রীর ঘরে প্রবেশ করেন। তারা জোরপূর্বক ভিকটিমকে বিবস্ত্র করে মুখ ও দুই হাত চেপে ধরেন। প্রথমে রনি মহন্ত ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভিকটিম চিৎকার করে রনির বুক খামচিয়ে ধরেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ছাত্রীর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে ভিকটিম বিছানায় নিস্তেজ হয়ে পড়লে জাহিদ ধর্ষণ করেন। এরপর তারা পালিয়ে যান।
এ ঘটনায় ৭ মে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পরদিন ৮ মে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়।
শ্বাসরোধে হত্যার পর কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের আদালত। আজ সোমবার জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এই রায় দেন। রায়ে দুজনকে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন আদালত।
জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত (৩২) এবং আয়মাপাড়া গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে কামিনি জাহিদ (৩৫)।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ মে ভুক্তভোগী (কলেজছাত্রী) ভাই স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বাড়িতে কেউ না থাকায় পর দিন চাচাতো ভাইয়ের বাড়িতে রাতের খাবার খান তিনি। আর রাত সাড়ে ১০টার দিকে দুই ভাতিজিকে নিয়ে বাড়ির একটি ঘরে যান। এরপর মোবাইল ফোনে কথা বলতে বলতে ওই ছাত্রী পাশের ঘরে যান। এরই মধ্যে দুই ভাতিজি ঘুমিয়ে পড়ে।
ওই সুযোগে রাত ২টার দিকে রনি ও জাহিদ ছাত্রীর ঘরে প্রবেশ করেন। তারা জোরপূর্বক ভিকটিমকে বিবস্ত্র করে মুখ ও দুই হাত চেপে ধরেন। প্রথমে রনি মহন্ত ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভিকটিম চিৎকার করে রনির বুক খামচিয়ে ধরেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ছাত্রীর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে ভিকটিম বিছানায় নিস্তেজ হয়ে পড়লে জাহিদ ধর্ষণ করেন। এরপর তারা পালিয়ে যান।
এ ঘটনায় ৭ মে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পরদিন ৮ মে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়।
রাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
২৪ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় টহল দলে বিজিবি ও আনসারের অন্তত পাঁচ সদস্য আহত হন। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের
১ ঘণ্টা আগেঢাকা থেকে খুলনায় আনা দেশি-বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি প্রাইভেট কারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গাড়িটির মালিক একজন সাবেক সচিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা সেতুর টোল প্লাজায় চালানটি জব্দ করে।
১ ঘণ্টা আগেফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, “’৭১ প্রশ্নটি আপসযোগ্য নয়—এমন সৎ উচ্চারণের কারণে মাহফুজ আলমের ওপরে বর্বর ভাষায় আক্রমণ হয়েছে। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতীকী পশু বলি দেওয়া হয়েছে। এমন জঘন্য কাজের পরে আজ তাঁর ওপর টার্গেটেড হামলা হয়েছে। সরাসরি মাথায় এ রকম হামলা ব্যক্তির মৃত্যুর কারণ ঘটাতে পারে
১ ঘণ্টা আগে