Ajker Patrika

ধামইরহাটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
ধামইরহাটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ২টার দিকে ভারী বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার চকউমর গ্রামের আছির উদ্দীনের ছেলে আবদুর রসিদ (৬২), জগদল এলাকার হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (১৩) এবং আলতাদিঘী এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০)।

স্থানীয়রা জানান, দুপুরে ধামইরহাট ইউনিয়নের জগদল এলাকায় বৃষ্টি গরু খুঁজতে মাঠে যায়। এ সময় ভারী বর্ষণ শুরু হলে বজ্রপাতে সে মারা যায়। অপরদিকে একই ইউনিয়নের আলতাদিঘী এলাকার রাসেল মাহমুদ ও চকউমর এলাকার আবদুর রশিদ বৃষ্টির সময় বাড়ির পাশে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত