বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদা খাতুনকে বিজয়ী করতে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সান্যাল পাড়া এলাকায় নিজ দীঘির পাড়ে কর্মিসভা করেন।
পৌর আওয়ামী লীগের নেতা আল মামুন সরকারের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। কর্মিসভায় বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুচ আলী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, পাকা ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান নয়েজ মাহামুদ, যুবলীগ নেতা নাসিম মাহামুদ, আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দিপক কুমার কুণ্ডু প্রমুখ।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, সংসদ সদস্য কোনো নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে পারেন না। যদি করে থাকে তাহলে সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আজকের পত্রিকাকে বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাছাড়া তিনি যে স্থানে কর্মিসভা করেছেন তা পৌর এলাকার বাইরে। আওয়ামী লীগের এমপি হিসেবে কর্মিসভা করা, নৌকার পক্ষে ভোট চাওয়া এই কাজগুলো তো করতেই হবে। এতে মনে হয় আচরণবিধি লঙ্ঘন হয়নি।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদা খাতুনকে বিজয়ী করতে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সান্যাল পাড়া এলাকায় নিজ দীঘির পাড়ে কর্মিসভা করেন।
পৌর আওয়ামী লীগের নেতা আল মামুন সরকারের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। কর্মিসভায় বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুচ আলী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, পাকা ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান নয়েজ মাহামুদ, যুবলীগ নেতা নাসিম মাহামুদ, আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দিপক কুমার কুণ্ডু প্রমুখ।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, সংসদ সদস্য কোনো নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে পারেন না। যদি করে থাকে তাহলে সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আজকের পত্রিকাকে বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাছাড়া তিনি যে স্থানে কর্মিসভা করেছেন তা পৌর এলাকার বাইরে। আওয়ামী লীগের এমপি হিসেবে কর্মিসভা করা, নৌকার পক্ষে ভোট চাওয়া এই কাজগুলো তো করতেই হবে। এতে মনে হয় আচরণবিধি লঙ্ঘন হয়নি।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
১ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৪ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
১৯ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির
২৩ মিনিট আগে