Ajker Patrika

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র মামলা

নাটোর প্রতিনিধি 
জুনাইদ আহ্‌মেদ পলক। ফাইল ছবি
জুনাইদ আহ্‌মেদ পলক। ফাইল ছবি

লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেওয়ায় নাটোরের সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে সিংড়া থানায় অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়। মামলা নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।

জুনাইদ আহ্‌মেদ পলক বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

বাদী উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, অন্তর্বর্তী সরকার এক আদেশের মাধ্যমে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমার নির্দেশ দেয়।

কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময় পার হলেও সাবেক প্রতিমন্ত্রী পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শটগান থানায় জমা দেওয়া হয়নি। এ কারণে গতকাল দিবাগত রাতে ১৮৭৮ সালের অস্ত্র আইনে পলকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা (জেএম) সূত্রে জানা যায়, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নাটোরের সাতটি থানায় নির্ধারিত শর্তের অনুকূলে ৯৫ জন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এসব অস্ত্রের অধিকাংশই আওয়ামী লীগের মন্ত্রী, এমপিসহ জনপ্রতিনিধি ও গুরুত্বপূর্ণ নেতারা নিজেদের নিরাপত্তায় নেন। গত ২৫ আগস্ট বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত এসব আগ্নেয়াস্ত্র ও ব্যবহৃত গোলাবারুদ জমা দিতে গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সরকার।

এই সময়ের মধ্যে বৈধ লাইসেন্সধারীরা অধিকাংশই মনোনীত প্রতিনিধির মাধ্যমে নাটোরের সাতটি থানায় ৮৯টি আগ্নেয়াস্ত্র জমা দেন। তবে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে দুটি বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল। কিন্তু বেঁধে দেওয়া সময় শেষে তা জমা পড়েনি। দীর্ঘ সাত মাস পর এ ঘটনায় পলকের বিরুদ্ধে মামলা দায়ের হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত