Ajker Patrika

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলা সংবাদদাতা
ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও জাল নোট জব্দ করা হয়।

আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। তাঁরা সবাই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা। এর মধ্যে আলাউদ্দিন দৌলতখান উপজেলার মদনপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং লোকমান একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

আটক ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলেও কোস্ট গার্ড জানিয়েছে।

সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা কোস্ট গার্ড বেইসের একটি দল দৌলতখানের মদনপুরের চর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত