Ajker Patrika

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৫: ২১
আ স ম কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
আ স ম কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার আলালপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

কামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। আবু জাফর রাজু সরকারপতনের পর পলাতক রয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, কামরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় হওয়া মামলার এজাহারনামীয় আসামি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানার পুলিশের একটি বিশেষ দল আলালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

অভিযানকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির উপস্থিত ছিলেন।

ওসি গোলাম আপছার আজকের পত্রিকাকে বলেন, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি কামরুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত