Ajker Patrika

নাচোলে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৫: ৪০
নাচোলে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল নাচোল ইউনিয়নের আমজোয়ান গ্রামের সামশুদ্দীনের ছেলে। 

নিহতের প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, আমজোয়ান গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ডিশ লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। ওই ছেঁড়া তার সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল ইসলাম আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাচোল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত