বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নয়েজ উদ্দিন মাহমুদ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। এরই মধ্যে অস্ত্রোপচারের খরচসহ এই ইউপি চেয়ারম্যানের চিকিৎসায় ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। চিকিৎসক জানিয়েছেন এখনো তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। এমন অবস্থায় তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্য চান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নয়েজ মাহমুদ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ৩০ জুলাই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে ভর্তি করতে না পারায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১১ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এরই মধ্যে তাঁর চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তাঁর চিকিৎসার জন্য এখনো বিপুল পরিমাণ অর্থ দরকার।
তাঁর স্বজনেরা জানান, নয়েজ মাহমুদ ১৯৯১ সালে পাঁকা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০২ সালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ ও ২০২২ সালে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এই দুই মেয়াদে তিনি তিনটি স্বর্ণপদকও লাভ করেন। সেরা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া ১৯ বিঘা জমি তিনি জনসেবা ও দলীয় কাজ পরিচালনা করতে গিয়ে শেষ করেছেন। এখন বাড়ি ভিটার ১১ শতাংশসহ পতিত ১ বিঘা জমি ছাড়া তাঁর আর কোনো সম্পদ নেই। তাঁর বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে ও ছোট ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। পরিবারের উপার্জনক্ষম আর কোনো মানুষ নেই।
বড় ছেলে তানজিম মাহমুদ বলেন, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল বাবার চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা কিছু সহযোগিতার চেষ্টা করেছেন। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ জন্য তানজিম বাবার জীবন বাঁচাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ বলেন, ভাইয়ের সুস্থ হয়ে ফিরতে আরও এক মাস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু সেই ব্যয় মেটানো পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।
স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নয়েজ উদ্দিন মাহমুদ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। এরই মধ্যে অস্ত্রোপচারের খরচসহ এই ইউপি চেয়ারম্যানের চিকিৎসায় ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। চিকিৎসক জানিয়েছেন এখনো তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। এমন অবস্থায় তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্য চান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নয়েজ মাহমুদ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ৩০ জুলাই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে ভর্তি করতে না পারায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১১ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এরই মধ্যে তাঁর চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তাঁর চিকিৎসার জন্য এখনো বিপুল পরিমাণ অর্থ দরকার।
তাঁর স্বজনেরা জানান, নয়েজ মাহমুদ ১৯৯১ সালে পাঁকা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০২ সালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ ও ২০২২ সালে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এই দুই মেয়াদে তিনি তিনটি স্বর্ণপদকও লাভ করেন। সেরা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া ১৯ বিঘা জমি তিনি জনসেবা ও দলীয় কাজ পরিচালনা করতে গিয়ে শেষ করেছেন। এখন বাড়ি ভিটার ১১ শতাংশসহ পতিত ১ বিঘা জমি ছাড়া তাঁর আর কোনো সম্পদ নেই। তাঁর বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে ও ছোট ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। পরিবারের উপার্জনক্ষম আর কোনো মানুষ নেই।
বড় ছেলে তানজিম মাহমুদ বলেন, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল বাবার চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা কিছু সহযোগিতার চেষ্টা করেছেন। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ জন্য তানজিম বাবার জীবন বাঁচাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ বলেন, ভাইয়ের সুস্থ হয়ে ফিরতে আরও এক মাস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু সেই ব্যয় মেটানো পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৫ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৭ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩০ মিনিট আগে