Ajker Patrika

ইউপি চেয়ারম্যানকে বাঁচাতে প্রয়োজন ২০ লাখ টাকা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২১: ৪২
Thumbnail image

স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নয়েজ উদ্দিন মাহমুদ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। এরই মধ্যে অস্ত্রোপচারের খরচসহ এই ইউপি চেয়ারম্যানের চিকিৎসায় ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। চিকিৎসক জানিয়েছেন এখনো তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। এমন অবস্থায় তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্য চান। 

পারিবারিক সূত্রে জানা গেছে, নয়েজ মাহমুদ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ৩০ জুলাই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে ভর্তি করতে না পারায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১১ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এরই মধ্যে তাঁর চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তাঁর চিকিৎসার জন্য এখনো বিপুল পরিমাণ অর্থ দরকার। 

তাঁর স্বজনেরা জানান, নয়েজ মাহমুদ ১৯৯১ সালে পাঁকা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০২ সালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ ও ২০২২ সালে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এই দুই মেয়াদে তিনি তিনটি স্বর্ণপদকও লাভ করেন। সেরা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া ১৯ বিঘা জমি তিনি জনসেবা ও দলীয় কাজ পরিচালনা করতে গিয়ে শেষ করেছেন। এখন বাড়ি ভিটার ১১ শতাংশসহ পতিত ১ বিঘা জমি ছাড়া তাঁর আর কোনো সম্পদ নেই। তাঁর বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে ও ছোট ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। পরিবারের উপার্জনক্ষম আর কোনো মানুষ নেই। 

বড় ছেলে তানজিম মাহমুদ বলেন, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল বাবার চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা কিছু সহযোগিতার চেষ্টা করেছেন। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ জন্য তানজিম বাবার জীবন বাঁচাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন। 

চিকিৎসকের বরাত দিয়ে তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ বলেন, ভাইয়ের সুস্থ হয়ে ফিরতে আরও এক মাস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু সেই ব্যয় মেটানো পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত