Ajker Patrika

২৩ লাখ টাকাসহ চেয়ারম্যান প্রার্থী ও ১০ সহযোগী আটক

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৪, ১০: ৩৫
২৩ লাখ টাকাসহ চেয়ারম্যান প্রার্থী ও ১০ সহযোগী আটক

প্রায় ২৩ লাখ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাঁর ১০ সহযোগীকে আটক করা হয়েছে। এসব টাকা ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানায় র‍্যাব। 

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর ১০ সহযোগীকে আটকের ঘটনা ঘটে। র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা আটক অভিযান পরিচালনা করেন। 

আটক প্রার্থী শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক আনারস। 

আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি র‍্যাব। তবে তাঁদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন। 

রাতেই র‍্যাব-১২ পাবনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে র‍্যাবের নিয়মিত টহল দল গতকাল রাতে উপজেলার চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। 

এহতেশামুল হক বলেন, ‘টহলের সময় সন্দেহ হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ও তাঁর ১০ সহযোগীকে আটক করা হয়। তাঁর গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।’ 

র‍্যাব কমান্ডার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকাগুলো অসৎ উদ্দেশ্যে নির্বাচনে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য গাড়িতে রাখা হয়েছিল। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আইনি ব্যবস্থা নেবেন।’ 

এ বিষয়ে পাবনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত