Ajker Patrika

ঊর্ধ্বমুখী বাজার: নিজেদের সাফাই গেয়ে চালকলমালিকেরা দুষলেন ব্যবসায়ীদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৯: ২৮
ঊর্ধ্বমুখী বাজার: নিজেদের সাফাই গেয়ে চালকলমালিকেরা দুষলেন ব্যবসায়ীদের

চালের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের পক্ষে সাফাই গাইলেন চালকলমালিকেরা। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন ডাকে জেলা চালকল মালিক গ্রুপ। সংবাদ সম্মেলনে চালকলমালিকেরা দাবি করেন, চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে তাঁদের কোনো দায় নেই, এ জন্য মূলত কিছু পাইকার ও খুচরা ব্যবসায়ীরা দায়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা চালকল মিল মালিক গ্রুপের সহসভাপতি ও আনোয়ার অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সম্প্রতি জেলায় চালের বাজার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব খবরই পুরোপুরি সত্য নয়। ধানের দাম ওঠানামা করায় চালের দাম একটু হেরফের হবে, এটাই স্বাভাবিক। জেলার চালকলমালিকেরা সহনীয় দামে বাজারে চাল সরবরাহ করছেন।

চালের বাজার স্বাভাবিক রয়েছে দাবি করে মিলমালিক আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে চালের বাজার সহনীয় আছে। বাজারে কোনো চাল অতিরিক্ত দামে বিক্রি হয় না। আমাদের কাছ থেকে কম দামে চাল কিনে কিছু পাইকারি ও খুচরা বিক্রেতা বাজারে বেশি দামে বিক্রি করছে।’

চাঁপাইনবাবগঞ্জের মিলমালিক মুনজুর অটো রাইস মিল ও সাগর অটো রাইস মিলের পক্ষে সাফাই গেয়ে আনোয়ার হোসেন বলেন, মুনজুর ও সাগর অটোরাইস মিল নির্ধারিত সময়ের পর বেশি দামে চাল বিক্রি করে এ অভিযোগ মিথ্যা। ইতিমধ্যে মিলমালিকেরা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে চালের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

ধানের দাম বাড়ার কারণে চিকন চাল ৬১ টাকা কেজি থেকে ৬৪ টাকায় বিক্রি করা হচ্ছিল। জনস্বার্থে এই চালের কেজি দুই টাকা কমিয়ে বাজারে ৬২ টাকায় বিক্রি করা হবে বলে জানায় চালকল মিল মালিক গ্রুপ।

সংবাদ সম্মেলনে চালকল মালিক গ্রুপের সভাপতি মো. হারুনুর রশিদ, নবাব অটোরাইস মিলের চেয়ারম্যান আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সিন্ডিকেটের বিষয়টি এড়িয়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। তবে বর্তমানে চালের বাজার স্বাভাবিক আছে।

তবে স্থানীয় চালের পাইকার ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জের দুই শতাধিক মিলমালিক দেশের বিভিন্ন স্থানে চিকন চল ও আতপ চাল সরবরাহ করে থাকেন। মিলমালিকদের সিন্ডিকেট প্রতিদিন এই জেলা থেকে আড়াই শতাধিক ট্রাক চাল বিভিন্ন জেলায় সরবরাহ করে। এসব মিলমালিক ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বাড়িয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত